পাতা:শরৎ সাহিত্য সংগ্রহ (ত্রয়োদশ সম্ভার).djvu/৩৬১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

শরৎ-সাহিত্য-সংগ্ৰহ মধ্যে আর একটি গল্প পাঠাৰ ( আপনার জবাব পেলে পাঠাব ), এ গল্পটা আমার বিবেচনায় ‘রামের মুমতি’ম চেয়ে ভাল, তবে দুঃখের বিষয় এই ষে প্রায় ঐ রকম বড় হয়ে পড়েচে । এত চেষ্টা করেও ছোট করা গেল না। ভবিষ্যতে চেষ্টা করে দেখি কি হয়। ৩য় কৰা—“চন্দ্রনাথ’ নিয়ে কি একটা বোধ করি হাঙ্গামা আছে। তাই বলি ওতে আর কাজ নেই। 'চরিত্রহীন' বার করা যাবে। অবন্ত সেজন্য কাগজ কিছু বড় করা চাই কিন্তু মূল্য কত এবং কবে থেকে বাড়াবেন এটা লিখবেন। দাম না বাড়ালে কিছুতেই কাগজ বড় করে গচ্ছা দেওয়া উচিত নয়। sর্থ কৰা—সমাজপতির সঙ্গে অসম্ভাব করবেন না এইটাই বলেচি, তাকে খোসামো করতে বলি নি। ফণীবাবু, আপনার দোকানের মাল যদি খাটি হয়, এক দিন পরে হোক, পাচ দিন পরে হোক থদের জুটবে। মাল ভাল না হলে হাজার চেষ্টাতে দোকান চলবে না—দু-চার দিনে হোক, মাসে হোক ফেল হতে হবে। আমার ছেলেবেলার ছাইপাশ ছাপিয়ে আমাকে যে কত লজ্জা দেওয়া হচ্চে এবং আমার প্রতি কত অস্তায় করা হচ্চে তা আমি লিখে জানাতে পারিনে। সমাজপতি সমঝদার লোক হয়ে কেমন করে যে ঐ ছাই ছাপালেন আশ্চৰ্য্য! ৫ম কৰা—সৌরীনবাবুর সঙ্গে আপনার আজকাল মিল কেমন ? তিনি আমার দিদির লেখা সমালোচনাটা দেখেছেন কি ? বোধ হয় খুব রাগ করেচেন, না ? কিন্তু আমার দোষ কি ? ধিনি লিখেছেন তিনিই দায়ী। তা ছাড়া এ-সব লেখা ছোট টাইপে ছেপেছেন ত ? ৬ষ্ঠ কথা - আমার নূতন গল্পটা ( যেটা দু-এক দিনের মধ্যেই পাঠাব ) কোন মাসে ছাপাবেন ? চৈত্রে “রামের স্বমতি' শেষ হবে, সুতরাং সে মাসে আর কাজ নেই, বৈশাখে দেবেন। কিন্তু যাতেই দিন, ছোট টাইপে ছাপালে কম জায়গা লাগবে, অথচ গ্রাহক অনেকটা জিনিস পড়তে পারে।

  • ম কৰা–বৈশাখ থেকে কাগজখানি যেন সৰ্ব্বাঙ্গসুন্দর হয়। ছবির পেছনে

মেলাই কতগুলো টাকা নষ্ট না ক’রে ঐ টাকা যাতে অল্প কোন রকমে কাগজের निझाम लांशांन यांब्र ठांद्दे छांण । अवश श्रांधि छांनि न धांश्क इवि फ्रांब्र कि नां, যদি ঐ ফ্যাশান হয় তা হ’লে নিশ্চয় দিতে হবে। আপনি আমাকে প্রবন্ধ গয় প্রভৃতি selection-এর মধ্যে একটু স্থান দিলে এই ভাল হয় যে, আমিও দেখে গুনে দিতে পারি। খাতিরে প’ড়ে ছাইমাটি দেওয়া কিংবা "নাম" দেখে ছাইমাটি দেওয়া छू-रें मम । GG DDS DDD DDBBS BBD DD DD BBH DDS BB BBBB DD сә0