পাতা:শরৎ সাহিত্য সংগ্রহ (ত্রয়োদশ সম্ভার).djvu/৩৮৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

[ वैशब्रिकान चाउँौ*एक ८जषा ] ৰাজে শিবপুর, হাওড়া २छ". ४. २€ তোমার চিঠি পড়িলাম। এবার কাশীতে গিয়া এত লোকের তীড়ের মধ্যেও কেবল তোমাকেই শুধু আত্ময় বলে মনে হইয়াছিল। অথচ কিছুই তোমার জানিতাম না। এই পত্র পড়িতে সময় কিছু নষ্ট হইল বটে কিন্তু সময় কি শুধুই প্রহর দণ্ড পল বিপল ? তার অতিরিক্ত আর কিছুই নয় ? সে দিক দিয়া তোমার এই সুদীর্ঘ পত্র লিখিতে এবং আমার পড়িতে ও চিন্তা করিতে কিছুই নষ্ট হয় নাই, বরঞ্চ কিছু সঞ্চয়ই হল---মেয়েদের ২৩ হইতে ৩৪ বৎসর বয়সের মধ্যেই সঙ্কটজনক সময়, কারণ, ২২৷২৩এর পরে যখন সত্যিকার প্রেম জাগ্রত হয়—তখন কেবল আধ্যাত্মিক ভালবাসাতে ইহার সকল ক্ষুধা মেটে না ! কিন্তু এ তো গেলো একটা দিক-শারীরিক দিক । কিন্তু আর একটা বড় দিক আছে—সেইটাই চিরদিনের মীমাংসাবিহীন সমস্ত । সংসারে সচরাচর এরূপ ঘটে না, কিন্তু যে দুই-চারি জনের অষ্টে ঘটে, তাহাদের মত ভাগ্যবানও নাই।—দুর্ভাগাও নাই। ইহাদের দুর্ভাগ্যের উপর কাব্যজগতে সকল মাধুর্য্য সঞ্চিত হইয়া উঠিয়াছে...অথচ এত বড় সত্যও আর . নাই— - স্বখ দুখ দুটা ভাই— স্বখের লাগিয়া যে করে পরিতি দুখ বায় তার ঠাই । --সমাজের মধ্যে ষাকে গৌরব দিতে পারা যায় না, তাকে কেবল মাত্র প্রেমের দ্বারাই স্বর্থী করা যায় না । মৰ্য্যাদাহীন প্রেমের ভার, আলগা দিলেই দুৰ্বিসহ হইয়া উঠে।...তা ছাড়া শুধু নিজেদের কথা নয়, ভাবি সন্তানের কথাটা সবচেয়ে বড় কথা, তাহাদের ঘাড়ে অপরের বোঝা চাপাইয়া দেবার ক্ষমতা অতি বড় প্রেমেরও নাই । ...একটা কথা । —যথার্থ ভালবাসিলে মেয়েদের শক্তি ও সাহস পুরুষের অপেক্ষা ঢের বেশি। কোনো কিছুই তাহার গ্রাহ্য করে না । পুরুষেরা যেখানে ভয়ে অভিভূত হইয়া পড়ে, মেয়ের সেখানে স্পষ্ট কথা উচ্চকণ্ঠে ঘোষণা করিয়া দিতে দ্বিধাই করে না। ....সমাজের অবিচার অত্যাচারের যে কেহ প্রথমে প্রতিবাদ করে, তাহাকেই দুঃখ পাইতে হয়।--ইং ১৯২৫ ...সত্যকার ভালোবাসার জন্য জগতে দুঃখভোগ নাকি করিতে হয়। কেহ না করিলে সমাজের অর্থহীন অবিচারের প্রতিবিধান হইবে কিলে ? সমাজের বিরুদ্ধে যাওয়া, আর ধর্থের বিরুদ্ধে যাওয়া যে এক বস্ত নয়—এই কথাটাই লোকে ভুলিয়া যায় । • शक्षिानवाबू कान:ठ रुबिाबीकब्रटङन । अश्वारवह छव्रा नबिल्डि श्न । svog