পাতা:শরৎ সাহিত্য সংগ্রহ (ত্রয়োদশ সম্ভার).djvu/৩৮৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

[ জরেজনাথ গঙ্গোপাধ্যায়কে লেখা ] - বাজে শিবপুর, হাওড়া २४rs$०३¢ •••শরীরটা তেমন স্বস্থ নয়। ভেলু, বেঁচে নেই। গত বৃহস্পতিবারের জাগের বৃহস্পতিবারে আমি ঢাকা থেকে সকালে এসে পৌছাই । তখনি বেলগেছে হাসপাতাল থেকে তাকে মোটরে করে বাড়ি আনি ৷ এসেই কিন্তু সে অত্যস্ত পীড়িত হয়ে পড়ে। ডাক্তারের বলেন acute gastritis. সাত দিন সাত রাত খাইনি ঘুমাইনি—তবুও পরের বৃহস্পতিবার ভোর ৬টার সময় তার প্রাণ বার হয়ে গেল। শেষ দিন বড় যন্ত্রণা পেয়েই সে গেছে । বুধবারে জোর করে কড়া ওষুধ খাওয়াবার চেষ্টা করি, চামচে দিয়ে মুখে গুজে দেবার অনেক চেষ্টা করেও ওষুধ তার পেটে গেল না ; কিন্তু রাগের উপর আমাকে কামড়ালে। সেদিন সমস্ত রাত আমার গলার কাছে মুখ রেখে কি তার কান্না। ভোয়বেলায় সে কান্না তার থামলো । আমার ২৪ ঘন্টার সঙ্গী, কেবল এ দুনিয়ায় আমাকেই সে চিনেছিল। যখন কামড়ালে এবং সবাই ভয় পেলে তখন রবিবাবুর এই কথাটাই শুধু মনে হতে লাগলো—তোমার গ্রেমে আঘাত আছে নাইক অবহেলা । তার আঘাত ছিল, কিন্তু অবহেলা ছিল না । এর পূৰ্ব্বে এত ব্যথা আমি আর পাই নি। —ডাক্তার প্রভৃতি বহু বন্ধু-বান্ধবেই এখন ধরেছেন চিকিৎসা করাতে। অর্থাৎ পাগলা কুকুর কামড়ানোর পরে যা করা উচিত। উচিত যা তাই চলবে । ২৮টা injection এর আজ ১০টা injection হয়ে গেল। আরো ১৮টা বাকী ! তাও সম্পূর্ণ szą i Afgązş #f5fcsĘ JĮ Į– Ffyd, your life is too valuable ! দেখাই যাক valuable life এর শেষটা কি দাড়ায়। —তোমার শরৎ, [ ঔপন্যাসিক শ্ৰীচারুচন্দ্র বন্দোপাধ্যায়কে লেখ1] বাজে শিবপুর, ২১শে এপ্রিল, ২৫ তাই চারু, এইমাত্র তোমার চিঠি পেলাম। আজ আমার চিঠিপত্র লেখার মত মনের অবস্থা ময়, তবুও তোমাকে এই কথাটা না জানিয়ে থাকতে পারলাম না । তোমার হয়ত বনে পড়বে, আসবার সময় পথের ধারে—একটা মৃতপ্রায় বাছুর, তারপরেই একটা s । नब्रकरछद्र कूकूरब्रज मान श्लि cछनू । o