পাতা:শরৎ সাহিত্য সংগ্রহ (ত্রয়োদশ সম্ভার).djvu/৩৮৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

কবিগুরু রবীন্দ্রনাথকে লেখা ] ৰাজে শিবপুর, ২৯শে পৌষ, ১৩২৪ শ্ৰীচরণেষু—আজ আমরা আপনার কাছে বাইতেছিলাম। কিন্তু, পথে যুক্ত প্রথমবাবুর (প্রথম চৌধুরী) কাছে টেলিফো করিয়া শুনিলাম আপনি বোলপুরে। মাঘোৎসবের সময় হয়ত আসিবেন, কিন্তু, তখন দেখা করা শক্ত । আমাদের পাড়ায় একটি ছোটখাটো সাহিত্যসভা আছে। দু'এক মাস অন্তর কাহারো বাটতে তাহার অধিবেশন হয়। নিতান্তই নগণ্য ক্ষুদ্র ব্যাপার। তবুও গতবারে আমরা প্রমথবাবুকে ধরিয়াছিলাম, তিনি দয়া করিয়া সভাপতি হইয়াছিলেন । কয়েকদিন হইতে আমরা ক্রমাগত তর্কাতর্কি করিয়াও মীমাংসা করিতে পারিতেছি না, এ সভায় আপনার পায়ের ধূলা পড়ার কিছুমাত্র সম্ভাবনা আছে কি না । এবার যখন বাড়ি আসিবেন, যদি অল্পমতি দেন, আমরা গিয়া আপনার কাছে चांद्रषशन कच्चि । —লেৰক ঐশরৎচন্দ্র চট্টোপাধ্যায় বাজে শিবপুর, হাওড়া ২০শে বৈশাখ, ১৩২৯ ঐচরণেষু—ছেলেদের মুখে মুখে শুনিতে পাইয়াছিলাম ষে আপনি আমার প্রতি অতিশয় অসন্তুষ্ট হইয়াছেন। উত্তেজনার সময় রাগের মুখে হয়ত আপনার সম্বন্ধে মিথ্যা কিছু বলিয়া থাকিব, কিন্তু যে ব্যক্তি ইহার সত্যাসত্য আপনার কাছে যাচাই করিতে গিয়াছিলেন তিনিও অপরাধ কম করেন নাই । ইংলণ্ডের ব্যবহারে আপনি ক্ষুব্ধ হইয়াছেন এবং সমস্তই ওই পাঞ্জাব চিঠিখানার জন্য, ওটা না লিখিলে এ সকল কিছুই হইতে পারে না—, এই কথাগুলা আমি যে ঠিক কি ভাবে তখন বলিয়াছিলাম আমার মনে নাই ; বানাইয়া মিথ্যা কথা আমি সচরাচর বলি না, কিন্তু বলা একেবারেই যে অসম্ভব তাহাও নয়। অন্ততঃ, এ সব নিশ্চয়ই বলিয়াছি ষে এবার বিলাত হইতে ফিরিয়া আপনি অনেক বদলাইয়া গিয়াছেন এবং বাঙলা দেশের লোকের প্রতি আপনার পূর্বের সে স্নেহ-মমতা আর নাই। চরকা, নন-কোचनीरब्रश्नन थङ्कठिद्र ॐांब चां★नांब ८कांन चांश बा बिचांज नाहे, हेठांकि हेडाiक् ि। otse