পাতা:শরৎ সাহিত্য সংগ্রহ (দশম সম্ভার).djvu/১১০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

শরৎ-সাহিত্য-সংগ্ৰহ ষোড়শী জীবানদের বুকের উপরে মাথা রাখিতে তিনি ধীরে ধীরে তাহার অক্ষম হাতখানি ষোড়শীর মাথার পরে রাখিলেন ] জীবানন্দ । অভিমান ছিল বই কি একটু। তৰু বাবার আগে এই ত তোমাকে পেলাম। এর অধিক পাওয়া সংসারের নিত্য কাজে হয়ত বা কখনো ক্ষুণ্ণ, কখনো বা স্নান হ’তো, কিন্তু সে ভয় আর রইল না । এ মিলনের আর বিচ্ছেদ নেই, অলকা এই ভালো । এই ভালো । * [ ষোড়শী কথা কহিতে পারিল না, দুঃসহ রোদনের বেগে তাহার সমস্ত যক্ষ ফুলিয়া ফুলিয়া উঠিতে লাগিল ] জীবানন্দ । উঃ । পৃথিবীতে কি আর হাওয়া নেই প্রফুর? প্রফুল্ল । কষ্ট কি খুব বেশী হচ্চে দাদা ? ডাক্তারকে কি একবার ডাকব ? জীবানন্দ । না না, আর ভাক্তার-বন্তি নয় প্রফুল্প, শুধু তুমি আর অলকা। উঃ—কি অন্ধকার! স্বৰ্য্য কি অস্ত গেল ভাই ? প্রফুল্ল । এইমাত্র গেল দাদা ! জীবানন্দ । তাই । হাওয়া নেই, আলো নেই ; বিশ্বদেব ! এ-জীবনের শেষ দান কি তবে নিঃশেষ করেই নিলে ! উঃ– ষোড়শী । স্বামী ! প্রফুল্প। প্রফুল্পকে কি আজ সত্যিই ছুটি দিলে দাদা ! ষবলিকা Şe e