পাতা:শরৎ সাহিত্য সংগ্রহ (দশম সম্ভার).djvu/১৩১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

-- বৈকুণ্ঠের উইল করে তোমার উড়িয়ে দিলে আর চলবে না। এখন থেকে তোমাকে একটু সাবধান হতে হবে, অমন মা’ ’মা’ করে গলে গেলে সবদিকে মাটি হতে হবে, বলে দিচ্ছি। বিষয়-সম্পত্তি বড় ভয়ানক জিনিস । গোকুলের বুকের ভিতরটা অভূতপূৰ্ব্ব শঙ্কায় গুড়, গুড়, করিয়া উঠিল। সে বিবর্ণ মুখে ফ্যাল ফ্যাল করিয়া শুধু চাহিয়া রহিল। তাহার স্ত্রী কহিল, আমরা মেয়েমানুষ, মেয়েমানুষের মনের ভাব যত বুঝি, তোমরা পুরুষমানুষ তা পার না। আমার । কথাটা শুনে। বলিয়া সে স্বামীর মুখের পানে ক্ষণকাল স্থিরদৃষ্টিতে চাহিয়া থাকিয়া, কতটা কাজ হইয়াছে অনুমান করিয়া লইয়া বেশ একটু জোর দিয়া বলিল, আর ঠাকুরপোর ত চিরদিন এমনধারা বয়াটেপনা করে বেড়ালে চলবে না। তাকে লেখাপড়া ত তুমি আর কম শেখাওনি। এখন যা হোক একটু চাকরি-বাকরি করে, মাকে নিয়ে, বিয়ে-থাওয়া করে সংসারী হতে হবে ত তাকে । তিনি নিজের মাকে ত সত্যি আর বরাবর আমাদের কাছে ফেলে রাখতে পারবেন না ! তা ছাড়া, মাথাগুজে দাড়াবার যা হোক একটু কুঁড়ের্কাড়াও ত করা চাই। তখন আমরাও যেমন ক্ষমতা সাহায্য করব—লোক যেন না বলতে পারে, অমুক মজুমদার তার বৈমাত্র ভাইকে দেখলে না। বৈমাত্র ভায়ের সঙ্গে আবার সম্পর্ক কি ? যারা বলে তারা বলুক আমরা সে-কথা বলতে পারব না। সে বংশ আমাদের নয়।—বলিয়া সে স্বামীকে ভাবিবার অবকাশ দিয়া অনত্ৰ চলিয়া গেল । গোকুল স্বপ্নাৰিষ্টের মত শূন্তদৃষ্টিতে চাহিয়া সেইখানে বসিয়া কি সব যেন অদ্ভুত আশ্চৰ্য্য স্বপ্ন দেখিতে লাগিল । সব কথা ছাপাইয়া এই একটা কথা তাহার কানের মধ্যে ক্রমাগত বাজিতে লাগিল—বিষয়-সম্পত্তি বড় ভয়ানক জিনিস, এবং শুধু সেইজন্যই মা যেন রাগ করিয়া তাহাকে ছাড়িয়া বিনোদের কাছে চিরদিনের জন্য চলিয়া যাইতেছেন। তাহার মনে পড়িল তাহার স্ত্রী মিথ্যা বলে নাই। আজ সারাদিনের মধ্যে মায়ের সহিত তাহার একটা কথাও ত হয় নাই। কার্ধ্যোপলক্ষে . তাহার স্বমুখ দিয়া সে দু-তিনবার যাতায়াতও করিয়াছে, কিন্তু তিনি মুখ তুলিয়াও ত চাহেন নাই। মা চিরদিনই অত্যন্ত অল্পভাষিণী জানিয়া, সে সময়টায় গোকুলের । কিছুই মনে হয় নাই বটে, কিন্তু এখন সে সমস্ত ব্যাপারটা ঠিক যেন জলের মতই, ম্পই দেখিতে লাগিল। অথচ এই সমস্ত চুপচাপ নীরব বিরুদ্ধতা সহ করাও তাহার ' পক্ষে একেবার অসম্ভব । সে তৎক্ষণাৎ উঠিয়া মার সহিত মুখোমুখি কলহ করিবার জষ্ঠ দ্রুতপদে তাহার ঘরে গিয়া প্রবেশ করিল। ঢুকিয়াই বলিল, এমনধারা মুখ ভার করে কাজ-কর্ণের বাড়িতে বসে থাকলে চলবে না মা । -

  • रे*

مثالاس}*م ډ