পাতা:শরৎ সাহিত্য সংগ্রহ (দশম সম্ভার).djvu/১৪৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

বৈকুণ্ঠের উইল কন্যা তৎক্ষণাৎ সম্মতি দিয়া কহিল, এখখুনি এখখুনি ! আমি আর জানিনে বাবা, সব জানি । জেনে-শুনেও বোকা হয়ে বসে আছি । তোমার যাকে খুশি রাখে, যাকে খুশি তাড়াও, আমরা কথাটি ক’ব না। এতক্ষণে গোকুল সমস্তটা বুঝিতে পারিল । তাহার ছোটভাই বিনোদ তাহারই বিরুদ্ধে মকদ্দমা করিতে যড়যন্ত্র করিতেছে । অথচ ইহারা যখন তাহার সমস্ত অভিসন্ধিই বুঝিয়া ফেলিয়াছে, সে শুধু নিৰ্ব্বোধের মত সেই ছোটভাইকে প্রসন্ন করিবার জন্য ক্রমাগত তাহার পিছনে পিছনে ঘুরিয়া বেড়াইতেছে! প্রথমটা তাহার ক্রোধের বহি যেন তাহার ব্রহ্মরন্ধ ভেদ করিয়া জলিয়া উঠিল। কিন্তু ঐ একটি মুহূৰ্ত্ত মাত্র। পরক্ষণেই সমস্ত নিবিয়া গিয়া, নিদারুণ অন্ধকারে তাহার দৃষ্টি, তাহার বুদ্ধি, তাহার চৈতন্যকে পর্য্যস্ত যেন বিপৰ্য্যস্ত করিয়া ফেলিল । তাহার দুই কানের মধ্যে কত লোক যেন ক্রমাগত চীৎকার করিতে লাগিল—বিনোদ তাহার নামে আদালতে নালিশ করিয়াছে । নিমাই কহিলেন, টাকার দিকে চাইলে হবে না বাবাজী, সাক্ষীদের হাত করা চাই। তাদের মুখেই মকদ্দমা । বুঝলে না বাবাজী ! গোকুল মাথা ঝু কাইয়। কাঠের মত বসিয়া রহিল, বুঝিল কি না তাহার জবাব দিল না । বোধ করি কথাটা তাহার কানেও যায় নাই । * কিন্তু র্তাহার কন্যার কানে গিয়াছিল । সে ঢালা হুকুমও দিল, অবশ্য কন্যা এবং জামাতা একই পদার্থ এবং অন্যান্য বিধয়ে তার কথাতেই কাজ চলিতে পারে বটে ; কিন্তু এই সাক্ষীর বাবদে গোপনে টাকা খরচ করিবার অবারিত হুকুমটা জামাতাবাবাজীর মুখ হইতে ঠিক না পাইয়া রায় মহাশয়ের উৎসাহের প্রখৰ্য্যটা যেন চিমা পড়িয়া গেল । বলিলেন, আচ্ছ সে-সব পরামর্শ কাল-পরশু একদিন ধীরে স্বন্থে হবে এখন। আজ যাও বাবাজী, হাত-মুখ ধুয়ে কিছু জলটল থাও, সারাদিন— কথাটা শেষ হইবার পূৰ্ব্বেই গোকুল হঠাৎ উঠিয়া নিঃশব্দে বাহির হইয়া গেল । রায়মহাশয় মেয়ের দিকে চাহিয়া কহিলেন, বাবাজী ত কথাই কইলে না। টাকা ছাড়া কি মামলা-মকদ্দমা করা যায় ? রিপক্ষের সাক্ষী ভাঙ্গিয়ে নেওয়া কি শুধু হাতে হয় রে বাপু ! ভয় করলে চলবে কেন ? নিমাই পাক লোক । মানুষের ছায়া দেখিলে তার মনের ভাব টের পান। স্বতরাং গোকুলের এই নিরুদ্যম স্তব্ধতা শুধু যে টাকা খরচের ভয়েই, তাহা বুঝিয়া লইতে র্তাহার বিন্দুমাত্র সময় লাগে নাই, কিন্তু তাই বলিয়া মেয়ের এই ঘোর বিপদের দিনেও ত তিনি আর অভিমান করিয়া দূরে থাকিতে পারেন না। বিনা হিসাবে অর্থব্যয় করিবার গুরুভার তার মত আপনার লোক ছাড়া কে আর মাথায় লইতে আসবে ? ১৩৭ ۵br سـس: ه د