শরৎ-সাহিত্য-সংগ্ৰহ গোকুল বাড়ির ভিতরে পা দিতে না দিতেই, হাবুর মা সংবাদ দিল, মা একবার ডেকেছিলেন । গোকুল সোজা মায়ের ঘরে জাসিয়া দেখিল, তিনি এমন সন্ধ্যার সময়েও নিজীবের মত শয্যায় পড়িয়া আছেন। ভবানী উঠিয়া বসিয়া বলিলেন, গোকুল, কাল সকালেই আমি এ-বাড়ি থেকে যাচ্ছি। সে এইমাত্র বিনোদের কাছে শুনিয়া মনে মনে জলিয়া যাইতেছিল ; তৎক্ষণাৎ জবাব দিল, তোমায় পায়ে ত আমরা কেউ দড়ি দিয়ে রাখিনি মা। যেখানে খুশি যাও, আমাদের তাতে কি ? গেলেই বাচি। বলিয়া গোকুল মুখ ভার করিয়া চলিয়া গেল । পরদিন সকালবেলায় ভবানী যাত্রার উদ্যোগ করিতেছিলেন, হাবুর মা কাছে বসিয়া সাহায্য করিতেছিল। গোকুল উঠানের উপর দাড়াইয়া চেচাইয়া কহিল, হাবুর মা, আজ ওঁর যাওয়া হতে পারে না, বলে দে। হাবুর মা আশ্চৰ্য্য হইয়া জিজ্ঞাসা করিল, কেন বড়বাৰু ? গোকুল কহিল, আজ দশমী না ? ছেলে-পিলে নিয়ে ঘর করি, আজ গেলে গেরস্থের অকল্যাণ হয়। আজ আমি কিছুতেই বাড়ি থেকে যেতে দিতে পারব না, বলে দে । ইচ্ছা হয় কাল যাবেন–জামি গাড়ি ফিরিয়ে দিয়েচি ৷ বলিয়া গোকুল দ্রুত-পদে প্রস্থান করিতেছিল, মনোরমা হাত নাড়িয়া তাছাকে জাড়ালে ডাকিয়া লইয়া তর্জন করিয়া কহিল, যাচ্ছিলেন, জাটকাতে গেলে কেন ? এ-কয়দিন স্ট্রীয় সহিত গোকুলের বেশ বনিৰনাও হইতেছিল। আজ সে অকস্মাৎ মুখ ভাঙচাইয়। চেঁচাইয়া উঠিল, আটকালুম আমার খুশি । ৰাড়ির গিরি, অদ্বিনে, অক্ষণে বাড়ি থেকে গেলে ছেলে-পিলেগুলো পট, পট করে মরে ষাৰে মা ? ৰলিয়া তেমনি কেতবেগে বাহিরে চলিয়া গেল । রকম তাখো ! বলিয়া মনোরম ক্রুদ্ধ বিস্ময়ে অবাক হইয়া বহিল। 3 or
পাতা:শরৎ সাহিত্য সংগ্রহ (দশম সম্ভার).djvu/১৫৮
অবয়ব