পাতা:শরৎ সাহিত্য সংগ্রহ (দশম সম্ভার).djvu/১৬৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

वकूरáब्र €हेण রায়ের দরুণ সেদিনের লাঞ্ছনাটা তীহাকেই বেশী বাজিয়াছিল। সৰ্ব্বসমক্ষে বিনোদকে উদ্দেশ করিয়া চোখ টিপিয়া কহিলেন, বলি ভায়া, দাদার আজকের চালট টের পেয়েচ ত ? কথার ধরণে গোকুল সঙ্কুচিত হইয়া উঠিল । বিনোদ সংক্ষেপে কহিল, না । বাড়ুৰ্য্যেমশাই মৃদু-গম্ভীর হাস্ত করিয়া কছিলেন, তবেই দেখচি মকদ্দমা জিতেচ ! বি. এ. এম. এ. পাশ করলে ভাই, আর এটা ঠাওর হলো না যে, মাকে হাত করাটাই হচ্চে যে আজকের চাল । তার ওপরেই যে মকদ্দমা ! গোকুল চোখ-মুখ কালিবর্ণ করিয়া—কখখনো না মাস্টারমশাই, কখখনো না! বলিতে বলিতে বেগে প্রস্থান করিল। বাড়য্যেমশাই চেচাইয়া বলিলেন, এখানে ঢুকতে দিয়ে না ভায়া, সৰ্ব্বনাশ করে তোমার ছাড়বে | এ কথাটাও গোকুলের কানে পৌছিল। বিনোদ লজ্জায় ঘাড় হেঁট করিয়া বসিয়া রহিল। দাদাকে সে যে না চিনিত, তাহা নয়। একটা উদেশ্য লইয়া আর একটা কাজ করা যে তাহার দ্বারা একেবারেই অসম্ভব, তাহাও সে জানিত। তাই বাড়ুয্যের কথাগুলো যে সম্পূর্ণ অবিশ্বাস করিল তাহা নয়, এত লোকের সমক্ষে দাদার এই অপমান তাকে অত্যন্ত বিধিল । নিমন্ত্রিতেরা বিদায় হইলে বিনোদ ভিতরে গিয়া দেখিল—মা ঘরে দ্বার দিয়া শুইয়া পড়িয়াছেন। কথাটা যে র্তার কানে গিয়াছে, তাহা কাহাকেও জিজ্ঞাসা না করিয়াই বিনোদ টের পাইল । দোকানের কাজ সারিয়া সন্ধ্যার পর গোকুল নিজের ঘরে ঢুকিয়া দেখিল— সেখানেও একটা বিরাট মুখভারীর অভিনয় চলিতেছে। স্বয়ং রায়মশাই খাটের উপর মুখখানা অতি বিত্ৰ করিয়া বসিয়া আছেন এবং নীচে মেঝের উপর বসিয়া তাহার কন্যা হিমুকে কাছে লইয়া পিতৃ-মুখের অন্ধকরণ করিতেছে। । ঘরে ঢুকিতেই রায়মশাই কহিলেন, বাবাজী, নিৰ্ব্বোধের মত তুমি এই যে আমাদের আজ তোমার মাকে দিয়ে অপমান করালে, তার প্রতিকার কি বল ? একে গোকুলের যারপরনাই মন খারাপ হইয়াছিল, তাহাতে সারাদিনের পরিশ্রমে অতিশয় শ্রান্ত । অভিযোগের ধরণটায় তাহার সর্বাঙ্গ জলিয়া গেল। » ፋ\No ه هس-}:م ډ