শরৎ-সাহিত্য-সংগ্ৰহ দাদা গর্জিয়া উঠিলেন—তুমি জানতে না বলতে চাও? আমাদের সঙ্গে এ জুমুরি চালাবার এতদিন কি দরকার ছিল ? কথাটা সহসা ধরিতে না পারিয়া বিজয় হতবুদ্ধি হইল, কিন্তু বুঝিতেও বিলম্ব হইল না ; কহিল, রোসো রোসে । হয়েচে কি বল ত ? অনিতার সঙ্গে সিতাংশু ঘোষালের fitna nwy otzi zzozb ? Atas vētr "tri-chaif I am thrown completely over board ! * দাদা হুঙ্কার দিলেন, হু । আর উনি বলতে চান কিছুই জানতেন না ! প্রভা কাদিয়া বলিল, আমি কি করতে পারি ঠাকুরপো । দাদা রয়েচেন, মা রয়েচেন, মেয়ে নিজে বড় হয়েচে, তারা যদি কথা ভাঙে আমার দোষ কি ? দাদা বলিলেন, দোষ এই যে তার ধাপ্পাবাজ ভণ্ড মিথ্যাবাদী। একদিকে কথা দিয়ে আর একদিকে টোপ ফেলে বসেছিল । এখন লোকে মুখ টিপে হাসবে-আমি ক্লাবে পার্টিতে লজ্জায় মুখ দেখাতে পারব না । প্রভা তেমনি কান্নার স্বরে বলিতে লাগিল, এমন ধারা কি আর হয় না ? তাতে তোমার লজ্জা কিসের ? আমার লজ্জা সে তোমার বোন বলে । আমার শ্বশুরবাড়ির সবাই জোচ্চর বলে। তাতে তোমারও একটা বড় অংশ আছে বলে । দাদার মুখের প্রতি চাহিয়া এবার বিজয় হাসিয়া ফেলিল, কিন্তু তৎক্ষণাৎ ইেট হইয়া প্রভার পায়ের ধূলা মাথায় লইয়া প্রসন্ন-মুখে কহিল, বৌদিদি, দাদা যত গর্জনই করুন, আমি রাগ বা দুঃখ ত করবই না, বরঞ্চ সত্যই যদি এতে তোমার অংশ থাকে তোমার কাছে আমি চিরকৃতজ্ঞ থাকব। মুখ ফিরাইয়া বলিল, দাদা, রাগ করা তোমার সত্যিই বড় অন্যায়। এ ব্যাপারে কথা দেওয়ার কোন অর্থ নেই যদি পরিবর্তনের স্বযোগ থাকে। বিয়েটা ত ছেলেখেলা নয় ! সিতাংশু আই. সি. এস. হয়ে ফিরেচে। সে একটা বড়-দরের লোক। জনিত দেখতে ভালো, বি. এ. পাশ করেচে —আর আমি ? এখানেও পাশ করিনি, বিলাতেও সাত-আট বছর কাটিয়ে একটা ডিগ্রী যোগাড় করতে পারিনি—সম্প্রতি কাঠের দোকানে কাঠ বিক্ৰী করে থাই, না আছে পদ-গৌরব, না আছে খেতাব। অনিতা কোন অন্তায় করেনি দাদা । দাদা সরোষে কহিলেন, একশোবার অস্কায় করেচে। তুই বলতে চাস এতে তোর কোন কষ্টই হয়নি ? বিজয় কহিল, দাদা, তুমি গুরুজন—মিথ্যে বলব না—এই তোমার পা দুয়ে বলটি, জামার এতটুকুও দুঃখ নেই। নিজের পুণ্যে ত নয়, কার পুণ্যে ঘটল জানিনে, 为帝创
পাতা:শরৎ সাহিত্য সংগ্রহ (দশম সম্ভার).djvu/২০৪
অবয়ব