পাতা:শরৎ সাহিত্য সংগ্রহ (দশম সম্ভার).djvu/২৮৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

* ģe, iffE EJ HR3} ; নানাবিধ শ্রাপ্তি ও দুৰ্ব্বিপাকে দেহ অবশ, মন তিক্ত, ঘুমে চোখের পাতা ভারাতুর, অনভ্যস্ত গুরু-ভোজন ও রাত্রি-জাগরণে দু-একটা অল্প উদগারের আভাস দিলে— উদ্বেগের অবধি রইল না ! হঠাৎ এমনি সময় অভাবনীয় নতুন উপদ্রব। পশ্চিমের বড় বড় মশা দুই কানের পাশে এক গান জুড়ে দিলে। চোখের পাতা প্রথমে সাড়া দিতে চায় না, কিন্তু মন শঙ্কায় পরিপূর্ণ হয়ে গেল—কি জানি এর সংখ্যায় কত। মাত্র মিনিট-দুই অনিশ্চিত নিশ্চিত হ’লো ; গুরুদেব বুঝলেন সংখ্যায় এরা অগণিত। সে বাহিনীকে উপেক্ষা করে বিশ্বে এমন বীরপুরুষ কেউ নেই। যেমন তার জলুনি তেমন তার চুলকুনি। স্থতিরত্ন দ্রুত স্থান ত্যাগ করলেন, কিন্তু তারা সঙ্গ নিলে। ঘরের মধ্যে জলের জন্য যেমন ঘরের বাইরে মশার জন্ত তেমন । হাত-পায়ের নিরস্তর অাক্ষেপে, গামছার সম্বন সঞ্চালনে কিছুতেই তাদের আক্রমণ প্রতিহত করা যায় না। স্থতিরস্থ এ-পাশ থেকে ও-পাশে ছুটে বেড়াতে লাগলেন, শীতের মধ্যেও তার গায়ে স্বাম দিলে। ইচ্ছে হ’লে ডাক ছেড়ে চেচান, কিন্তু নিতান্ত বালকোচিত হবে ভেবে বিরত রইলেন। কল্পনায় দেখলেন নম্বরাণী স্বকোমল শয্যায় মশারির মধ্যে আরামে নিজ্জিত, বাড়ির যে যেখানে আছে পরম নিশ্চিন্তে স্বপ্ত—শুধু তার ছুটোছুটিরই বিরাম নেই। কোথাকার ঘড়িতে চারটা বাজল, বললেন, কামড়া ব্যাটার, যত পারিস্ কামড়,— আমি আর পারিনে ; বলেই বারান্দার একটা কোণে পিঠের দিকটা যতটা সম্ভৰ বাচিয়ে ঠেস দিয়ে বসে পড়লেন । বললেন, সকাল পর্য্যস্ত যদি প্রাণটা থাকে ত এ দুর্ভাগা দেশে জার না । যে গাড়ি প্রথমে পাব সেই গাড়িতে দেশে পালাব। কেন ষে এখানে আসতে মন চাইত না তার হেতু বোঝা গেল। দেখতে দেখতে সৰ্ব্বসভাপহর নিদ্রায় তার সারারাত্রির সকল দুঃখ মুছে দিলে,—স্থতিরত্ব অচেতনপ্রায় ঘুমিয়ে পড়লেন। এদিকে নন্দরাণী ভোর না হতেই উঠেচেন,—গুরুদেবের পরিচর্য্যায় লাগতে হবে। রাত্রে গুরুদেব জলযোগ মাত্র করেচেন—যদিচ তা গুরুতর—তবু মনের মধ্যে ক্ষোভ ছিল, খাওয়া তেমন ভাল হয় নাই। আজ দিনের বেলা নানা উপাচারে তা ভরিয়ে ভুলতে হবে। নীচে নেমে এলেন, দেখেন দোর খোলা । গুরুদেব তার আগে উঠেচেন ভেবে একটু লজ্জা বোধ হ’লো। ঘরের মধ্যে মুখ বাড়িয়ে দেখেন তিনি নেই, কিন্তু এ কি ব্যাপার! দক্ষিণ দিকের খাট উত্তর দিকে, তার ক্যাম্বিসের ব্যাগটা জানালা ছেড়ে মাঝখানে নেমেচে, কোশাকুশি, আসন প্রভৃতি পূজা-আহিকের জিনিস-পত্রগুলো সব এলোমেলো স্থানভ্রষ্ট,—কারণ কিছুই বুঝলেন না। বাইরে এসে চাকরদের ডাকলেন, Հ Գեր