পাতা:শরৎ সাহিত্য সংগ্রহ (দশম সম্ভার).djvu/৩০৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

বিভিন্ন রচনাবলী হইয়াছে, তাহার স্থতির মধ্যাদা ও সত্যের জন্ত বলাই ভাল। একবার ফরিদপুরে কনফারেন্সে’ আমি যাই নাই, তখনকার সব খুটিনাটি আমি জানি না, কিন্তু ফিরিয়া আসিয়া অনেকে আমার কাছে এমন সকল মন্তব্য প্রকাশ করিয়াছে,—যাহা প্রিয় নহে, সাধুও নহে। অধিকাংশই ক্ষোভের ব্যাপার এবং দেশবন্ধু সম্বন্ধে তাহা একেবারেই অসত্য । দেশের মধ্যে রেভোলিউশনারী ও গুপ্ত-সমিতির অস্তিত্বের জন্য কিছুকাল হইতে তিনি নানা দিক দিয়া নিজেকে বিপন্ন জ্ঞান করিতেছিলেন। তাহার মুস্থিল হইয়াছিল এই যে, স্বাধীনতার জন্য যাহারা বলি স্বরূপে নিজেদের প্রাণ উৎসর্গ করিয়াছেন, তাহাদের একান্তভাবে না ভালবাসাও তাহার পক্ষে যেমন অসম্ভব ছিল, র্তাহীদের প্রশ্ৰয় দেওয়াও র্তাহার পক্ষে তেমনই অসম্ভব ছিল । তাহদের চেষ্টাকে দেশের পক্ষে নিরতিশয় অকল্যাণের হেতু জ্ঞান করিয়া তিনি অত্যন্ত ভয় করিতে আরম্ভ করিয়াছিলেন । এই সমিতিকে উদ্দেশ করিয়া আমাকে একদিন বাংলায় একটা appeal লিথিয়া দিতে বলিয়াছিলেন। আমি লিথিয়া আনিলাম, “যদি তোমরা কোথাও কেহ থাকে, যদি তোমাদের মতবাদ সম্পূর্ণ বর্জন করিতেও না পারে, ত অন্ততঃ ৫৭ বৎসরের জন্যও তোমাদের কার্য্যপদ্ধতি স্থগিত রাখিয়া আমাদের প্রকাশ্যে স্বস্থচিত্তে কাজ করিতে দাও। ইত্যাদি ইত্যাদি ।” কিন্তু আমার ‘যদি’ কথাটায় তিনি ঘোরতর আপত্তি করিয়া বলিলেন, ‘যদি’তে কাজ নেই। সাতাশ বৎসর ধরে ‘assuming but not admitting’ on offs, foo win off an I wif জানি তারা আছে, ‘যদি’ বাদ দিন । আমি আপত্তি করিয়া বলিলাম, আপনার স্বীকারোক্তির ফল দেশের উপর অত্যস্ত ক্ষতিকর হবে । দেশবন্ধু জোর করিয়া বলিলেন, না । সত্য কথা বলার ফল কখনও মন্দ হয় না । বলা বাহুল্য,আমি রাজি হইতে পারি নাই এবং আবেদনও প্রকাশিত হইতে পারে নাই। আমাকে বলিয়াছিলেন, এ-সকল যারা করে তারা জেনে-শুনেই করে, কিন্তু যারা করে না কিছুই, গভন মেণ্টের হাতে তারাই বেশী করে দুঃখ পায়। সুভাষ, অনিলবরণ, সত্যেন প্রভৃতির জন্য র্তাহার মনস্তাপের অবধি ছিল না। স্বভাবকে করপোরেশনে কাজ দিবার পরে একদিন আমাকে বলিয়াছিলেন, I have sacrifieed my best man for this corporation. এবং সেই স্বভাষকেই যখন পুলিশ ধরিয়া লইয়া গেল, তখন তাহার দৃঢ় বিশ্বাস জন্মিয়াছিল, তাহাকে সৰ্ব্বদিক দিয়া অক্ষম ও অকৰ্ম্মণ্য করিয়া দিবার জন্যই গভনমেন্ট র্তাহার হাত-পা কাটিয়া তাহাকে পঙ্গু করিয়া জানিতেছে। 及净>