বিভিন্ন রচনাৰলী KUNG FEMTE non-violence f¢ siw* * Non-oo-operation fû saw R গান্ধীজীর movementই কি practical ? তাই ত আমরা•••। কিন্তু কে এদের বুঝিয়ে দেবে কোন movementই কিছু নয়, যে move করে সেই মাহবই সব । (N Ni&A, Sf# weftig co-operation, non-co-operation, violence, nonviolence সবই সমান, সবই সমান ফলপ্রস্থ । Non-co-operation বস্তুটা ভিক্ষে চাওয়া নয়, ও একটা কাজ, সুতরাং এ-কথা কিছুতেই সত্য নয় যে, non-co-operation পন্থা এ-দেশে অচল,—মুক্তির পথ সেদিকে যায়নি—অস্তত:, এখনো একদল লোক আছে, তা সংখ্যায় যত অল্পই হোক, যারা সমস্ত অন্তর দিয়ে একে আজও বিশ্বাস করে । এরা কারা জানেন ? একদিন যারা মহাত্মাজার ব্যাকুল আহানে স্বদেশী-ব্ৰতে জীবন উৎসর্গ করেছিল, উকীল তার ওকালতী ছেড়ে, শিক্ষক তার শিক্ষকতা ছেড়ে, বিস্তার্থ তার বিদ্যালয় ছেড়ে, চারিদিকে তাকে ঘিরে দাড়িয়েছিল, যাদের অধিকাংশই আজ কারাগারে,—এরা তাদেরই অবশিষ্টাংশ। দেশের কল্যাণে, আপনার কল্যাণে, আমার কল্যাণে সমস্ত নর-নারীর কল্যাণে যারা ব্যক্তিগত স্বার্থে জলাঞ্জলি দিয়ে এসেছিল, সেই দেশের লোক জাজ তাদের কি দাড় করিয়েছে জানেন ? আজ তারা সম্মানহীন, প্রতিষ্ঠাহীন, লাস্থিত, পীড়িত, ভিক্ষুকের দল। তাদের জীর্ণ মলিন বাস, তারা গৃহহীন, তারা মুষ্টিভিক্ষায় জীবন যাপন করে, যৎসামান্য তেল-মুনের পয়সার জন্ত স্টেশনে দাড়িয়ে ভিক্ষ চাইতে বাধ্য হয়। অথচ স্বেচ্ছায় সে সমস্ত ত্যাগ করে এসেছে। যতটুকুতে তার প্রয়োজন, সেটুকু সমস্ত দেশের কাছে কতই না অকিঞ্চিৎকর । এইটুকু সে সসম্মানে সংগ্ৰহ করতে পারে না। অথচ এরাই আজও অস্তরে স্বরাজের আসন এবং দেশের বাহিরে সমস্ত ভারতের শ্রদ্ধা ও সম্মানের পতাকা বহন করে বেড়াচ্ছে। আশার প্রদীপ—তা সে যতই ক্ষীণ হোক, আজও এদেরই হাতে। এদের নির্ধ্যাতনের কাহিনী সংবাদপত্রের পাতায় পাতায়, কিন্তু সে কতটুকু—যে অব্যক্ত লাঞ্ছনা ও অপমান এদের দেশের লোকের কাছে সহ করতে হয় ! মহাত্মাজীর আন্দোলন থাকু বা বাৰু, এদের আশ্রদ্ধের করে আনবার, দীন হীন ব্যর্থ করে তোলবার মহাপাপের প্রায়শ্চিত্ত দেশের লোককে একদিন করতেই হবে, যদি ভায় ও ধর্শ্ব ও সত্যৰগর বিধি-বিধান কোথাও কোনখানে থাকে। হাওড়া জেলার পক্ষ থেকে আজ যদি আমি মুক্তকণ্ঠে বলি অন্তত: এ জেলার লোক স্বরাজ চায় না, তার তীব্র প্রতিবাদ হবে। কাগজে কাগজে অামাকে অনেক কটুক্তি, অনেক গালাগালি শুনতে হবে। কিন্তু তবুও এ কথা সত্য। কেউ কিছু করব না, কোন ক্ষতি, কোন অসুবিধা, কোন সাহায্য কিছুই দেব না-জামার డిe & >s可一心动
পাতা:শরৎ সাহিত্য সংগ্রহ (দশম সম্ভার).djvu/৩১৫
অবয়ব