পাতা:শরৎ সাহিত্য সংগ্রহ (দশম সম্ভার).djvu/৩৫৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

সত্যাশয়ী অসত্য, ভাল কি মন্দ, এ আলোচনা আমি করব না, এর সত্যাসত্য বুঝিয়ে দেবার আমার চেয়ে যোগ্যতর ব্যক্তি আপনারা অনেক পাবেন, কিন্তু আমি কেবল এই নিবেদনই করব, আপনাদের বুঝার সঙ্গে যেন কার্য্যের ঐক্য থাকে । ৰুঝি, ছোয়াছৱি আচার-বিচারের অর্থ নেই, তবু মেনে চলি ; বুঝি জাতিভেজ মহা অকল্যাণকর, তৰু নিজের আচরণে তাকে প্রকাশ করিনে, বুঝি ও বলি, বিধবা-বিবাহ উচিত তত্ত্ব নিজের জীবনে তাকে প্রত্যাহার করি, জানি খন্ধর পরা উচিত, তত্ত্ব বিলাতী কাপড় পরি, একেই বলি আমি অগত্যাচরণ। দেশের দুর্দশ ও দুর্গতির মূলে এই মহাপাপ ষে আমাদের কতখানি নীচে টেনে এনেছে, এ হয়ত আমরা কল্পনাও করিনে। এমনিধারা সকল দিকে । দৃষ্টান্ত দিয়ে সময় অতিবাহিত করবার প্রয়োজন নেই,—প্রার্থনা করি, দীনতা ও কাপুরুষতার এই গভীর পক্ষ থেকে দেশের ধৌবন যেন মুক্তিলাভ করতে পারে । ভুল বুঝে ভুল কাজ করায় অজ্ঞতার অপরাধ হয়, সেও ঢের ভাল, কিন্তু ঠিক বুঝে বেঠিক কাজ করায় শুধু সত্যভ্রষ্টতার নয়, অসহ্য নিষ্ঠার প্রত্যবায় হয়। তার প্রায়শ্চিভের যখন দিন আসে, তখন সমস্ত দেশের শক্তিতে কুলোয় না। এ-কথা মনে রাখতে হবে, সত্যনিষ্ঠাই শক্তি, সত্যনিষ্ঠাই সমস্ত মঙ্গলের আধার এবং ইংরাজীতে যাকে বলে tenacity of purpose, সেও હરે সত্যনিষ্ঠারই বিকাশ। তাই বারংবার স্বদেশের যৌবনের কাছে এই আবেদনইঃ করি, সত্যনিষ্ঠাই যেন তাদের ব্রত হয় । কেন না, নিশ্চয় জানি এই ব্রত-ধারণই তাদের সম্মুখের সমস্ত বাধা অপসারণ করে যথার্থ কল্যাণের পথ উদঘাটিত করে দেবে। প্রোগ্রাম ও পথের জন্য দুশ্চিন্তা করতে হবে না ! আজকের কার্য্য-তালিকায় একটি বিষয় আছে, সে হচ্ছে লাঠি, তলোয়ার ও ছোরাধেলা। এতদিন physical culture-এর দিকে ছাত্র-সমাজ একেবারে বিমুখ হয়ে পড়েছিল। মনে হয়, এইটে ধীরে ধীরে থাবার যেন ফিরে আসছে। এই প্রত্যাগমনকে আমি সৰ্ব্বাস্ত:করণে অভিনন্দিত করি । তারা দেখেছে, দুৰ্ব্বল শক্তিহীনেরই গুৰু লাথির ঘায়ে প্লীহা ফাটে। শক্তিমান পাঠান-কাবলীওয়ালার ফাটে না । কাটে বাঙ্গালীর। বোধহয় বারংবার এই ধিক্কারেই শারীরিক শক্তি অর্জনের স্পৃহা ফিরে এলো । Physical culture-এ শক্তি বাড়ে, আত্মরক্ষার কৌশল আয়ত্ত হয়, সাহস বৃদ্ধি পায়—কিন্তু তবুও এ-কথা ভুললে চলবে না যে, এ সমস্তই দেহের ব্যাপার। অতএব এই-ই সবটুকু নয়। সাংস বাড়া এবং নির্ভীকতা অর্জন কোনমতেই এক বস্ত নয়। একটা দৈহিক, অন্যটা মানসিক । দেহের শক্তি ও কৌশল বৃদ্ধিতে অপেক্ষাকৃত ছৰ্ব্বল ও আকৌশলীকে পরাভূত করা যায়, কিন্তু নিৰ্ভয়ের সাধনায় শক্তি wb3&

  • ex-88