পাতা:শরৎ সাহিত্য সংগ্রহ (দশম সম্ভার).djvu/৩৫৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

শরৎ-সাহিত্য-সংগ্ৰহ মানকে পরাস্ত করা যায়,-সংসারে কেউ তাকে বাধা দিতে পারে না, সে হয় অপরাজেয় । তাই প্রারম্ভে ষে-কথা একবার বলেছি, তাই পুনরুক্তি করে আবার বলি ষে, এই অভয় আশ্রম সেই সাধনাতেই নিযুক্ত। এদের কৃচ্ছসাধনা তারই একটা সোপান, একটা উপায়। এ তাদের পথ,—শেষ লক্ষ্য নয়। অভাব, দুঃখ, ক্লেশ, প্রতিবেশীর লাঞ্ছনা, বন্ধুজনের গঞ্জনা, প্রবলের উৎপীড়ন, কোন-কিছুই যেন এদের মুক্তির পথকে বাধাগ্রস্ত না করতে পারে—এই এদের একান্ত পণ । এই ত নিৰ্ভয়ের সাধন এবং তাই সত্যনিষ্ঠাই এদের গন্তব্য-পথকে নিরন্তর আলোকিত করে চলেছে। খদর প্রচার, জাতীয় বিদ্যালয় প্রতিষ্ঠা, হাসপাতাল খোলা, আর্তের সেবা, এ-সব ভাল কি মঙ্গ, নিৰ্ভীকতা ও দেশের স্বাধীনও অর্জনে এ-সমস্ত কাজের কি না,—এ-সব প্রশ্ন বৃথা। এদের সত্যনিষ্ঠ কাল যদি এদের চক্ষে অন্ত পথ নির্দেশ করে, এই সমস্ত আয়োজন নিজের হাতে ভেঙ্গে ফেলতে অভয় আশ্রমীদের একমুহূৰ্ত্ত বিলম্ব হবে না – এই আমার বিশ্বাস । এবং কামনা করি, এ বিশ্বাস যেন আমার সত্য হয় । আমার বয়েস অনেক হ’লো, তবু এখানে এসে অনেক কিছুই শিখলাম। এই অভয় আশ্রমে অতিথি হতে পারার সৌভাগ্য আমার শেষদিন পৰ্যন্ত মনে থাকবে। পরিশেষে, এই ছাত্র ও যুব-সঙ্ঘক আশীৰ্ব্বাদ করি, যেন এদের মতই সত্যনিষ্ঠা তাদেরও জীবনের ধ্রুবতারা হয় । S HHBB BBD DD BD BBDDS SDDD BBBS BBBBSBBBBB BDD C DBS সন্মিলনীয় অধিবেশনে প্রদত্ত সভাপতির অভিভাষণ । 98●