পাতা:শরৎ সাহিত্য সংগ্রহ (দশম সম্ভার).djvu/৩৮০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

बॅब्र६-नीहिणेj-न२&येई ইলিতে এদের সকলের আগে আমাকেই দাড় করিয়েছ। অথচ, তুমি তা করোনি এবং করবার সঙ্কল্পও ছিল না তোমার । যাই হোক, তোমার রচনা প্রভৃতি অতি চমৎকার হয়েছে। আমার আশীৰ্ব্বাদ জেনো ।* তোমাদের—ঐশরৎচন্দ্র চট্টোপাধ্যায় ( , ) সামতাবেড়, ২২শে ভাজ ১৩৩৩ মন্টুরাম, –তোমার বই এবং ছোট্ট চিঠিখানি পেলাম। কাল দিনে রেতে বইখানি পড়ে শেষ করলাম। চমৎকার লাগলো। তবে দু’-একটা ক্রটিও আছে । ভারতের বড় বড় গাইয়ে বাজিয়ের মধ্যে আমার নাম না দেখতে পেয়ে কিছু ক্ষুন্ন হোলাম । তবে নিশ্চয় জানি এ তোমার ইচ্ছাকৃত নয়, অনবধানতাবশতঃই হয়ে গেছে, এবং ভবিষ্যতে এ ভ্রম ষে তুমি শুধরে দেবে, তাতেও আমার লেশমাত্র সংশয় নেই। ওটা দিয়ো, ভুলো না । রায় বাহাদুর মজুমদার মশায়ের রাঙা জবা মূটে। যুটোর উল্লেখ কই ? ওটাও চাই। কারণ, তিনিও ক্ষুন্ন হয়েছেন বলেই আমার বিশ্বাস। এ তো গেল বইয়ের ক্রটির কথা, একটা মতভেদের বিষয়ও আছে । তুমি পূজনীয় রবিবাবুর একটা উক্তি তুলে দিয়েছ, “আমরা সৰ্ব্বসাধারণকে অশ্রদ্ধা করি বলেই তাদের চিড়ে-মুড়কির বরাদ্ধ করি, বাইরের প্রাঙ্গণে আর সদেশগুলো র্যাচিয়ে রাধি” ইত্যাদি ইত্যাদি । এই কথাটা গুনতে ভালো এবং যিনি লেখেন তারও মানসিক ঔদার্ধ্য এবং নিরপেক্ষতাও প্রকাশ পায় সত্য, কিন্তু আসলে এতবড় ভুল বাক্যও জার নেই। শিক্ষা সভ্যতা এবং কালচারের জন্ত সন্দেশই চাই, চি ড়েমুড়কি খাওয়াবার চেষ্টা করলে তারা পেট কামড়ানিতে সারা হয়। আর সর্বসাধারণ মানেই ছোটলোক। তারা চি ড়ে-মুড়কিতেই thrive করে । একটা concrete দৃষ্টান্ত নাও। সাধারণ মানে ছোটলোক, মা—ও ছোটলোক । এই মা—র পয়সা হওয়ায় ও তোমাজের মত ছ'-চারজনের প্রশ্ৰয় পাওয়ায় আজকাল তারা 3rd class cszy 2nd class compatments Bårs stav stats 1 (1st classa sitterra ভয়ে ওঠে না, এই না কতক রক্ষে ) আচ্ছা, কোন compartmentএ জন দুই-তিন মা —কে ঘণ্টা ৩s ঢুকিয়ে রাখবার পরে আর সাধ্য নাই কারও যে সে ঘর ব্যবহার করে। হাতে-মাটির জন্তে এক ঝুড়ি মাটি থেকে শুরু করে ছোলাসেদ্ধ, পকোড়া, ধুধু, গয়ার এবং হেগে-স্বতে এমন কাও করে রেখে বেরিয়ে বাবে ষে, সে দৃপ্ত ষে দেখেচে সে

  • অমল হোমকে লিখিত ।

ه ۹ ها