বিষয়বস্তুতে চলুন

পাতা:শরৎ সাহিত্য সংগ্রহ (দশম সম্ভার).djvu/৩৯২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

শরৎ-সাহিত্য-সংগ্ৰন্থ c७ जडिा कषाइँ बनि । शर्डीनएक cब्रह कबि, किरू cत्रप्श्व्र वडिचत्बाङि रि६ তাকেও খুশী করতে পারতাম না সত্যি না হলে । যাক এ-কথা । তোমাদের অনুষ্ঠানটি ছোট,—হবেই তো ছোট। কিন্তু তাই বলে তার নামটি ছোট নয়। এ তো ট্যাটরা দিয়ে বহু লোক ডেকে এনে উচ্চ-কোলাহলে "জয়, যতীন বাগচৗকি জয় ।” বলার ব্যাপার নয়, এ তোমাদের ছোট্ট রসচক্রের প্রীতিসম্মিলন। কোন একটি বিশেষ দিনে ও বিশেষ স্থানে জন-কয়েক সত্যিকার সাহিত্যরসিক ও সাহিত্য-সেবী একসঙ্গে মিলে আর একজন সত্যিকার সাহিত্য-সেবককে সাদরে আহবfন ক’রে এনে বলা—”কবি, আমরা তোমার সাহিত্য-সাধনায় আনন্দ লাভ করেছি, তোমার বাণীপূজা সার্ধক হয়েছে,—তুমি মুখী হও, তুমি দীর্ঘায়ু হও, আমরা তোমাকে সৰ্ব্বাস্তঃকরণে ধন্যবাদ দিই, আমাদের অভিনন্দন গ্রহণ কর।” এই তো ? আয়োজন সামান্ত বলে তোমরা ক্ষুন্ন হ’ম্বো না । কিন্তু তবুও সম্মিলনে একটু ক্রটি ঘটলো, আমি যেতে পারলাম না। কারণ, আমি বোধ করি তোমাদের সকলের চেয়ে বয়সে বড় । • • • • • • অনেকে উপস্থিত আছে, এই সুযোগে একটা দুঃখের অক্ষধোগ জানাই । কালিদাস, তুমিও তো প্রায় সাবালক হতে চললে। আগেকার দিনের সকল কথা তোমার স্মরণে না থাকলেও কিছু কিছু হয়ত মনেও পড়বে। এদিনের মতো সেদিনে আমরা এমন করে পরস্পরের ছিদ্র খুজে বেড়াতাম না । এক আধটা ব্যতিক্রম হয়ত ঘটেছে, কিন্তু এখনকার সঙ্গে তার তুলনাই হয় না। সাহিত্য-সেবকদের মাঝখানে ভাবের আদান-প্রদান, একের কাছে অপরের দেওয়। এবং পাওয়া চিরদিনই চলে আসচে এবং চিরদিনই চলবে। কিন্তু তরুণ দলের মধ্যে আজকাল একি হতে চললো ? নিনো করার একি উদ্ধাম উৎসাহ, মানি প্রচারের একি নির্দয় অধ্যবসায় । কেবলি একজন আর একজনকে চোর প্রতিপন্ন করতে চায় । খবরের কাগজে কাগজে ষত দেখি ততই মন লঙ্গায় দুঃখে পরিপূর্ণ হয়ে আসে। ক্ষমা নেই, ধৈৰ্য নেই, বেদনা-বোধ নেই, হানাহানির নিষ্ঠুরতার ধেন শেষ হতেই চায় না। কোথায় কার সঙ্গে কার কতটুকু মিলেচে, কার লেখা থেকে কে কতখানি নকল করেচে, কক্ষ কটু-কণ্ঠে এই খবরটা বিশ্বের দরবারে ঘোষণা করে যে এরা কি সাত্বনা অনুভব করে আমি ভেবেই পাইনে । ঘরে-বাইরে কেবলি জানাতে চায় যে, বাঙলাদেশের সাহিত্যিকদের বিদেশের চুরি করা ছাড়া আর কোন সম্বলই নেই। যতীনকে জিজ্ঞেস করলেই জানতে পারবে, অতি পরিশ্রমে খুজে খুজে এই গোয়েন্দাগিরির কাজটা তখনও আমাদের সাহিত্যিক মহলে প্রচলিত হয়ে ওঠেনি। ҹava