পাতা:শরৎ সাহিত্য সংগ্রহ (দশম সম্ভার).djvu/৩৯৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

পত্র-সঙ্কলন নয়। এ-ছাড়া চরিত্র বা ঘটনা-স্বাক্টর কথা যদি বল, তাও পারি বলেই বিশ্বাস করি। নাটকের ঘটনা বা সিচুয়েশন স্বাক্ট করতে হয় চরিত্র-স্বাক্টর জন্তেই। চরিত্র-স্বাক্ট छू-ब्रकट्यब्र ह८७ श्रांtब्र :-4क श्रव्ह, थकांच अर्षीं९ नॉजनांढौ वl, उद्देि षछेनপরম্পরার সাহায্যে দর্শকের চোখের স্বযুধে প্রকাশিত করা। আর দ্বিতীয় হচ্ছে— চরিত্রের বিকাশ অর্থাৎ ঘটনা-পরম্পরার মধ্যে দিয়ে তার জীবনের পরিবর্তন দেখানে । সে ভালোর দিকেও হতে পারে, মঙ্গর দিকেও যেতে পারে। ধরো, একজন হয়ত বিশ বচ্ছর আগে উইলসনের হোটেলে খেত, মিথ্যা কথা বলত এবং আরও অন্যান্য অকাজ করত । আজ সে ধাৰ্ম্মিক বৈষ্ণব—বঙ্কিমচন্ত্রের কথায়—পাতে মাছের ঝোল পড়লে হাত দিয়ে মুছে ফেলে দেয়। তবু এ হস্থত তার ভণ্ডামি নয়, সত্যিকারের আস্তরিক পরিবর্তন । হত্বত অনেকগুলো ঘটনার আবর্তে পড়ে, পাচটা ভালো লোকের সংস্পর্শে এসে তাদের দ্বারা প্রভাবিত হয়ে আজ সে সত্যি করে বদলে গেছে । সুতরাং বিশ বছর আগে সে যা ছিল, তাও সত্যি এবং আজ সে যা হয়েছে, তাও সত্যি । কিন্তু ষা-তা হলে-ত হবে না,—বইয়ের মধ্যে দিয়ে লেখার মধ্যে দিয়ে পাঠক বা দর্শকের কাছে তাকে সত্যি করে তুলতে হবে। এমন যেন না তাদের মনে হয়, লেখার মধ্যে এ পরিবর্তনের হেতু খুজে মেলে না। কাজটা শক্ত। আর একটা কথা—উপন্যাসের মত নাটকের elasticity নেই ; নাটককে একটা নির্দিষ্ট সময়ের বেশী এগুতে দেওয়া চলে না। ঘটনার পর ঘটনা সাজিয়ে নাটককে দৃশুে বা অঙ্কে ভাগ করা,—তাও হয়ত চেষ্টা করলে দুঃসাধ্য হবে না। ৰিভ ভাবি, করে কি হবে ? নাটক ষে লিখব, তা অভিনয় করবে কে ? শিক্ষিত বোঝদার অভিনেতা অভিনেত্রী কৈ ? নাটকের হিরোইন সাজবে, এমন একটিও অভিনেত্রী ত নজরে পড়ে না । এমনিধারা নানা কারণে সাহিত্যের এই দিকটার পা বাড়াতে ইচ্ছে করে না। আশা করি একদিন বর্তমান রঙ্গালয়ের এই অভাবট মুচবে, কিন্তু আমরা তা হয়ত চোখে দেখে যেতে পারবো না । অবশ্য সত্যিকারের তাগিদ। যদি আসে, কখনো হয়ত লিখতেও পারি। কিন্তু আশা বড় করিণে ॥৬ —শ্ৰীশরৎচন্দ্র চট্টোপাধ্যায় (>) পরম কল্যাণীয়াস্থ, जांभखांद्रवज्र 參發後 象 翁殺 ষোড়শী দেখে খুশী হয়েছ গুনে আমিও গুণী হোলাম। বাস্তবিক কি চমৎকার অভিনয় করে শিশির ( ঐশিশিরকুমার ভাদুড়ী)। আরও চমৎকার তার &পশুপতি চট্টোপাধ্যায়কে লিখিত ।