পাতা:শরৎ সাহিত্য সংগ্রহ (দশম সম্ভার).djvu/৪০০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

শরৎ-সাহিত্য-সংগ্ৰহ পারতেন, কিন্তু কমলের কথা যিনি লিখতে আরম্ভ করছেন তার কাছে জায় জয়সা করবার কি আছে ? এই না কি ? কিন্তু একটা কথা ভুলে গেলে যে পল্পী-সমাজের রমা পত্নী-সমাজেরই মাহুৰ। যাদের অস্তিত্ব নিত্য নিয়ত জামরা অনুভব করি । সুখে দুঃখে ভালোতে মঙ্গতে ষাদের আমরা কাছে পাই । কিন্তু শেষ প্রশ্নের কমলের কাছে সে প্রত্যাশা করা চলে কি করে ? * আর একটা কথা রাধু। লোকে লিখতে বলে – ন লিখলেও দেখি চলে না— কিন্তু এই প্রাচীনকালে আগেকার দিনের অর্থাৎ যৌবনের সে শক্তি পাবো কোথায় ? তাই এখন এই শেষ বয়সের জোর করে লেখার শতেক ক্রটি শতেক অভাব লোকের চোখে পড়ে। লেখার দৈন্ত এখন নিজেই অনুভব করি। ভাষার সে ইও নেই, বাধুনিও গেছে। সব যেন এলো-মেলো শিথিল হয়ে দেখা দিচ্চে—না 7 দেবার কথাও । আসলে আমি ত সাহিত্যিক নই দিদি । এ যেন আমার এম. এস. সি পাশ করে ওকালতি পেশা ধরা। সাহিত্যের মধ্যে আমি কোনদিন তেমন আনন্দও পাইনে, যেমন পাই বিজ্ঞানের মধ্যে । এইজপ্তেই হয়ত আমি তৈরী হয়েছিলাম, কিন্তু গ্রহের ফেরে হয়ে গেলো ঠিক উন্টে। ভাবি, আবার যদি কখনো জন্ম হয়, সেবার যেন না এত বড় ভুল আর ঘটে। ..ইতি ৬ই জ্যৈষ্ঠ,'৩৮* दङ्गको • (১) ও (২) সংখ্যক পত্র দুইটি.এমতী রাধারাণীদেবীকে লিখিও,