পাতা:শরৎ সাহিত্য সংগ্রহ (দশম সম্ভার).djvu/৫৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ষোড়শী ষোড়শী । তা হলে এ-সকল তারই মতলব ? সাগর। ( চিন্তা করিয়া ) কি জানি মা, কিন্তু মনে হয় রায়মশায়ও আছেন। ষোড়শী । এ ত গেল তোদের কথা সাগর। কিন্তু আমি ত একা । জমিদার ইচ্ছে করলে ত আমারও প্রতি অত্যাচার করতে পারেন ? সাগর। তা জানিনে মা, শুধু জানি তুমি একানও । ( ক্ষণকাল নিঃশব্দে থাকিয় ) মা, আমাদের নিজের পরিচয় নিজে দিতে নেই, গুরুর নিষেধ আছে ( বংশদগু সজোরে মুষ্টিবদ্ধ করিয়া )-হরিহর সর্দারের ভাইপো সাগরের নাম দশ-বিশ ক্রোশের লোক জানে—তোমার উপর অত্যাচার করবার মানুষ ত মা পঞ্চাশখানা গ্রামে কেউ খুজে পাবে না । ষোড়শী । ( দুই চক্ষু অকস্মাৎ জলিয়া উঠিল ) সাগর, এ কি সত্যি ? সাগর । (তৎক্ষণাৎ হেঁট হইয়া হাতের লাঠি ষোড়শীর পায়ের কাছে রাখিয়া ) বেশ ত মা, সেই আশীৰ্ব্বাদই কর না, যেন কথা আমার মিথ্যে না হয় । ষোড়শী। (চোখের দৃষ্ট একবার একটুখানি কোমল হইয়া আবার তেমনি জলিতে লাগিল ) আচ্ছা সাগর, আমি ত শুনেচি তোদের প্রাণের ভয় করতে নেই ? সাগর। ( সহাস্তে ) মিথ্যে শুনেচ তাও ত আমি বলচিনে মা। ষোড়শী । কেবল প্রাণ দিতেই পারিস, আর নিতে পারিসনে ? সাগর। পারিনে ? এই আদেশের জন্তে কত ভিক্ষেই না চাইলাম, কিন্তু কিছুতেই যে হুকুমটুকু তোমার মুখ থেকে বার করতে পারলাম না মা । ষোড়শী । না সাগর, না। অমন কথা তোরা মুখেও আনিস্নে বাবা । সাগর । কিন্তু মন থেকে যে কথাটা তাড়াতে পরিচিনে মা ! পূজারী প্রবেশ করিল ] পূজারী। মন্দিরের দোর বন্ধ করে এলাম মা । ষোড়শী । চাবি ? পূজারী। এই যে মা ! ( চাবির গোছা হাতে দিয়া ) রাত হ’লো এখন তা হলে আসি ? ষোড়শী । এস, বাবা । [ পূজারীর প্রস্থান । ] সাগর, ফকিরসাহেব চলে গেছেন । তিনি কোথায় আছেন খোজ নিয়ে আমাকে জানাতে পারিস বাবা ? সাগর। কেন মা ? ፪ ግ