পাতা:শরৎ সাহিত্য সংগ্রহ (দশম সম্ভার).djvu/৬৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

শরৎ-সাহিত্য-সংগ্ৰহ জীবানন্দ । না । কোথায় যেন আমার মস্ত ভুল হয়ে গেছে অলকা, কথা আমার শেষ না হওয়া পৰ্য্যন্ত আমি— ষোড়শী। না সে হবে না, আপনি বাড়ি যান। আমার বহু ক্ষতিই করেচেন, এ-জীবনের শেষ সৰ্ব্বনাশ করতে আর আপনাকে দেব না। জীবানন্দ । আচ্ছা, আমি চললাম অলকা । [ প্রস্থান ] बिउँौन्न झुर्था চণ্ডীগড় গ্রাম : গাজনের সঙ গীত ( ১ ) বড় প্যাচে পড়েচে এবার ভোলা দিগম্বর । অভিমানী উমারাণী বলেনি তায় প্ৰাণেশ্বর ॥ অনেকদিনের পরে এবার এল শ্বশুর-বাড়ি । ভেবেছিল আসবে গৌরী পরে পাটের শাড়ি। চাদ-বদনে কইবে কথা ঘূচবে ভোলার প্রাণের ব্যথা কোন কথা না বলে সে পালিয়ে এল ছেড়ে ঘর । ভাবের ঘোরে ছিল অচেতন ভেবে চিন্তে পেল নাকো হ’লো এ কেমন-- এবার শান্ত-শিষ্ট গৃহবাসী করবে তোমায় হে সন্ন্যাসী জট বাকল ছাড়িয়ে নিয়ে সাজিয়ে দেবে প্রেমের বর গীত ( ২ ) বে নিতে এসেচে এবার আপনি মহেশ্বর। তুই নাকি সই বলেছিলি করবি না আর স্বামীর ঘর ॥ ●切*