বিষয়বস্তুতে চলুন

পাতা:শরৎ সাহিত্য সংগ্রহ (দশম সম্ভার).djvu/৬৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ষোড়শী পাঁচ বছরে করে পঞ্চতপা, তোর হাতে তোর মা-জননী সঁপেছেন ক্ষ্যাপা, বাধতে যদি পারিসন তায়, তাই বলে কি হবে সে পর ? (তাই বলে পর হয়ে কি যায় ) একবার নাকি গিয়েছিল কুচুনী পাড়ায় সত্যি কথা তোর কাছে সই যদিই সে ভাড়ায় । ফেলার জিনিস নয় তো সে তোর বোন ধুয়ে পুছে তুলগে যা তারে ঘর। তৃতীয় দৃশ্য ষোড়শীর কুটীর নিৰ্ম্মলের প্রবেশ ] ষোড়শী। এ কি, এই রাত্রে আপনি যে নিৰ্ম্মলবাবু ? নিৰ্ম্মল নিরুত্তর ] (হাসিয়া) ও—বুঝেচি। যাবার পূৰ্ব্বে লুকিয়ে বুঝি একবার দেখে যেতে এলেন ? নিৰ্ম্মল । আপনি কি অন্তর্যামী ? ষোড়শী। তা নইলে কি ভৈরবী-গিরি করা যায় নিৰ্ম্মলবাবু ? কিন্তু এখানটায় তেমন আলো নেই, আস্কন, আমার ঘরের মধ্যে গিয়ে বসবেন চলুন। নিৰ্ম্মল। রাত্রে একাকী আমাকে ঘরের মধ্যে নিয়ে যেতে চান, আপনার সাহস ত কম নয় ? ষোড়শী । আর সে-রাত্রে অন্ধকারে যখন হাত ধরে নদী মাঠ পার করে এনেছিলাম তখন কি ভয়ের লক্ষণ দেখতে পেয়েছিলেন না কি ? সেদিনও ত এমনি একাকী । do