পাতা:শরৎ সাহিত্য সংগ্রহ (দশম সম্ভার).djvu/৯৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ষোড়শী [ কথা কহিতে কহিতে জীবানন্দ ও প্রফুল্প প্রবেশ করিলেন ] জীবানন্দ । না প্রফুল, সে হয় না। মাঠের জল-নিকাশী সাকো তৈরীর পয়সা যদি নায়েবমশায়ের তবিলে না থাকে ত এখানকার বাড়ি মেরামতও বন্ধ থাক্ । প্রফুল্প। বেশ থাক্ । কিন্তু ফিরে চলুন। জীবানন্দ । না। প্রফুল্প। না কি-রকম ? এ-বাড়িতে আপনি থাকবেন কি করে ? জীবানন্দ । যেমন করে আছি। এ সহ হয়ে যাবে। মানুষের অনেক-কিছুই লয় প্রফুল্প । প্রফুল্ল । সয় না দাদা, তারও সীমা আছে। শরীরটা যে হঠাৎ ভয়ানক ভেঙে গেল। বর্ষ স্বমুখে । এই ভাঙা মন্দিরে কি এই ভাঙা দেহ সে দুৰ্য্যোগ সইবে ? রক্ষে করুন, এবার বাড়ি চলুন। জীবানন্দ । ( হাসিয়া ) এই ভাঙা দেহের দেহ-তত্ত্বের আলোচনা আর একদিন করা যাবে ভায়া, এখন কিন্তু নায়েবকে চিঠি লিখে দাও এ টাকা আমার চাই-ই। প্রজারা বছর বছর টাকা যোগাচ্চে আর মরচে, এবার তাদের মরণ আটকাতে যদি জমিদারীটা মরে ত মরুক না। [ দ্রুতপদে জনাৰ্দ্দনের প্রবেশ ] জনাৰ্দ্দন । হুজুর কি নিজে–স্বয়ং হুকুম দিয়ে আমার— জীবানন্দ । কি হুকুম রায়মশায় ? জনাৰ্দ্দন । আমার পুকুরধারের জায়গার বেড়া ভেঙে মন্দিরের জমির সঙ্গে এক করিয়ে দিয়েচেন ? জীবানন্দ । কোন জায়গাটা বলচেন ? যেখানে বছর-কুড়ি পূৰ্ব্বে মন্দিরের গোশাল ছিল ? জনাৰ্দ্দন । আমি ত জানিনে কবে আবার— জীবানন্দ । অনেকদিন হয়ে গেল কি-না। বোধ হয় নানা কাজের ঝঙ্কাটে কথাটা ভুলে গেছেন। - জনাৰ্দ্দন। (দুঃসহ ক্রোধ দমন করিয়া ) কিন্তু এ-সব করার আগে হুজুর ত আমার কাছে একটা খবর পাঠাতে পারতেন । জীবানন্দ । খবর পৌছোবেই জানি। দু’দও আগে জার পরে। কিছু মনে । করবেন না । জনাৰ্দ্দন । কিন্তু আগে জানলে মামলা-মোকদ্দমা হয়ত বাধত না । y: >e可一>°C