পাতা:শরৎ সাহিত্য সংগ্রহ (দ্বাদশ সম্ভার).djvu/১৭১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

শেষের পরিচর গ্রামে আসর পৌছিলে ব্রঙ্গবাবু ও রেশ্বর সেদিন একবেলার আহারাদির ব্যবস্থাও তাহাদের নিকট হইয়াছিল ; কিন্তু তাহা বাটীর মধ্যে হয় নাই। খাদ্যসামগ্ৰী বহির্বাটতে পৌঁছিয়া দেওয়া হইয়াছিল। ব্ৰজবাব বিশেষ লক্ষ্য না করিলেও এ ব্যবস্থার অর্থ বুঝিরা লইতে বৃদ্ধিমতি রেণুর বিলম্ব হয় নাই। কিন্তু সে আজন্মকালই স্বল্পবাক্ ও সহিষ্ণু-প্রকৃতির মেয়ে। কোনও ব্যাপারে মনে আঘাত কিংবা অপমান বোধ করিলেও তাহা লইয়া চঞ্চলত প্রকাশ করা তাহার প্রকৃতিবিরুদ্ধ । খুড়া দেশের বাড়িতে পদার্পণ করিবামাত্র ভ্রাতুপুত্ৰগণ প্ৰণাম ও কুশল-প্রশ্নাদির পর প্রথমেই জানিতে চাহিলেন, কি কারণে তিনি এতদিন পরে বাড়িতে ফিরিয়াছেন ? কথাবাৰ্ত্তার পর যখন জানা গেল যে, বিশিষ্ট ধনী খুড়া ব্ৰজবাবু আজ সৰ্ব্বশ্বাস্ত গৃহহীন হইয়া অনুঢ়। বয়স্থ কঙ্কাসহ গ্রামে ফিরিয়াছেন, অবশিষ্ট জীবদ্দশা এইখানেই কাটাইবার সঙ্কল্প লইয়া -তখন তাহার রীতিমত ভীত হইয়া পড়িলেন। ব্ৰজবাবুর শরীরের যেরূপ অবস্থা, শেষ পর্য্যস্ত ঐ বয়স্থ অবিবাহিতা কন্যা র্তাহাদের স্বন্ধে না পড়িলে হয়। তালুক দান করিয়া অবশেষে খুড়া কি তাহার থুবড়া মেয়েটিরও দায়িত্বভার ভাইপোদেরই দান করিয়া যাইবেন নাকি ? এমনি হইলেও বা হইত, কিন্তু কুলত্যাগিনী জননীর ঐ অনুঢ়া কন্যাকে সংসারে আশ্রয় দিয়া কে বিপদের ভাগী হইবে ? ব্ৰজবাৰু তাহার গৃহদেবতা গোবিন্দজীউকে সঙ্গেই আনিয়াছিলেন। পারিবারিক ঠাকুর-স্বরে গোবিন্দঙ্গাউকে লইয়া যাইতে উদ্যত হইলে কনিষ্ঠ ভ্রাতা নবীনচন্দ্র ভ্রাতুপুত্ৰগণের মুখপাত্রস্বরূপ সম্মুখে আসিয়া জোড়-করে ব্ৰজবাবুকে বলিলেন, মেজর, একটা কথা আপনাকে না জানালে নয়। মুখে আনতে যদিও বুক ফেটে যাচ্ছে, তত্ত্বও না জানিয়েও উপায় নেই। আপনি ভরসা দিলে আমরা খুলে বলতে পারি। নিবিরোধী ব্ৰজবাবু ভ্রাতার এই সবিনয় ভূমিকায় চঞ্চল হইয়া উঠিলেন বলিলেন, সে কি নবীন ! ভরসা আবার দেব কি ? বলো বলো, এখুনি বলে ফেলো, কি তোমাদের মুবিধা অসুবিধা হচ্ছে ? তাই তো—কি মুদ্ধিল—তোমরা কি ৱা caाद्कॉटलै ব্ৰজবাবু সমস্ত কথা ভাষার ব্যক্ত করিতে না পারিলেও তীক্ষ্ণবুদ্ধি নবীনচঞ্জ এবং স্বায়ুপুত্রলে তাহার মনোভাব বুৰিয়া লইলেন। উৎসাহিত হইয়। নবীনচন্ত্র আরও नाफ़शरब्र झडिविनङ्ग-ज८भउ शैौ६ cगौद्रघ्नविकी कॅरिएलन । दह अबांख्द्र कषा ७ष९ নিজেদের নির্দোষিতার জুরি জুরি প্রমাণসহ ষাহ জানাইলেন তাহার সার-মর্থ এই ষে, ব্রজবার ও রেণুকে যদি নবীনবাবুরা সংসারে স্থান দেন, তাহা হইলে গ্রামে র্তাহাদের পতিত হইতে হইবে । গ্রাম-শুদ্ধ সকলেই জানে, এই রেশ্বকে তিন বৎসরের निल अवशब cकणिब ब्राथिबा उांशद जननी घूद्रगच्णcईद्र मलाहे ब्रघनैदाइब्र जरिङ sts ح هكس هة ه