পাতা:শরৎ সাহিত্য সংগ্রহ (দ্বাদশ সম্ভার).djvu/১৭২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

শরৎ-সাহিত্য-সংগ্ৰহ প্রকাতে কুলত্যাগ করিয়াছিল। আজ বারো-তোরো বৎসর পূর্কের ঘটনা। গ্রামের কেহই আজও তাহ স্থিত হয় নাই। ব্ৰজবার বিবর্ণযুখে নতশিরে বসিয়া রছিলেন। তাহার সেই অসহায় মুখ দেখিলে অতি-বড় কঠিন হৃদয়ও ব্যথিত না হুইয়া পারে না । নবীনচন্দ্রেরও হৃদয়ে আঘাত লাগিল। কিন্তু তিনিই বা কি করিতে পারেন । একমাত্র আশা ছিল, ব্ৰজবাৰু বিশিষ্ট অর্থণালী ব্যক্তি-গ্রামে অর্থব্যয় করিতে পারিলে অনেকেরই মুখে চাপা দেওয়া যায়। কিন্তু ব্ৰজবাবু আজ নিঃস্ব অর্থহীন। সুতরাং বয়স্থ কন্যাকে এতকাল অনুঢ়া রাখার অপরাধ গ্রামের কেহই ক্ষমা করিবেন না—বিশেষতঃ যে কন্যার গাত্রহরিদ্রা হইয়াও বিবাহ হয় নাই, জননী যাহার কলঙ্কিনী । নতুন-বোঁ গৃহত্যাগ করিলে গ্রামের কুৎসা-আন্দোলনই যে ব্রজবাবুকে দেশের বাড়ি ছাড়িয়া গোবিন্দজীউ ও শিশুকন্যাসহ কলিকাতাবাসী করিতে বাধা করিয়াছিল, বাড়িতে আসিবার পূৰ্ব্বে এ-কথা যে তাহার কেন মনে পড়ে নাই ইহা ভাবিয়া ব্ৰজবাৰু সত্যই বিস্ময়াপন্ন হইলেন । দেশের এ অপ্রিয় আন্দোলনের সংবাদ রেণু জানিত না। জানিলে সে ব্ৰজবাবুকে গ্রামে আসিবার পরামর্শ দিত না ; কিন্তু এ অবস্থায় এখানে থাকাও তো চলে না। এখন যাইবেনই বা কোথায় ? ব্ৰজবাবুর চিন্তাজালে বাধা দিয়া নবীন ও কৃতজ্ঞ ভ্রাতুপুত্ৰগণ বারংবার দুঃখ প্রকাশ করিয়া বলিতে লাগিলেন, তাহারা সম্পূর্ণ নিরপরাধ। সকন্যা ব্ৰজবাবুকে নিজেদের মধ্যে সসম্মানে গ্রহণ করিতে একান্ত আগ্রহ থাকা সত্বেও উপায় নাই, ইহা তাহাদের দুর্ভাগ্য ভিন্ন অন্ত কিছু নহে। কুষ্ঠিত হইয়া ব্ৰজবাবু বলিলেন, নব, তোমরা লজ্জিত হ’য়ে না। আমি সমস্তই বুঝতে পারচি। এটা আগেই আমার বিবেচনা করা উচিত ছিল ভাই। ষাই হোক, এটাও বোধ হয় গোবিন্দজীর পরীক্ষা । দেখি তার ইচ্ছ। আবার কোথায় নিয়ে यांन ! ব্ৰজবাবুর জ্যেষ্ঠ ভ্রাতুষ্পুত্র বলিলেন, কিন্তু মেজকাক, সবচেয়ে ভাবনা আমাদের রেণুর বিয়ের জন্তে । ব্ৰজবাৰু ধীর-কণ্ঠে জবাব দিলেন, কিছু চিন্তা ক’রে না বাবা, আমি ওকে আর আমার গোবিন্যজীকে নিয়ে বৃন্দাবন যাত্রা করবে। গোবিন্দজীর রাজ্যে মায়ের অপরাধের জন্তে মেয়েকে কেউ দোষী করেন না। যে পৰ্য্যন্ত না যাওয়ার ব্যবস্থা করতে পারি, এখানে এই বৈঠকখানা-বাড়িতেই পৃথক ভাবে থাকবো । কারুর কোনও অসুবিধা ঘটাবো না । জাভিদের কৰাবাৰ্ত্তায় বুৰ গেল, বাস্তবাটীর ঠাকুর-ঘরে গোবিশল্পীউ তাহাব পূৰ্ব্ব »ФА