পাতা:শরৎ সাহিত্য সংগ্রহ (দ্বাদশ সম্ভার).djvu/১৮৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

শেষের পরিচয় ঙে দেখচি লগেজ অনেকগুলি। একটি মুটকেস, একটি এটাচি কেস, একটি বিছান, একটি ফলের ঝুড়ি, একটি প্যাকিং বাক্স, মায় একটি জীবস্তু লগেজ পৰ্য্যন্ত । রাখাল সারদার পরিহাসের জবাব না দিয়া বলিল, তোমার তো বেডিং প্রস্তুত দেখচি। কাপড়-চোপড়ের বাক্স কই ? সারদা বলিল, ধান-তিনেক শাড়ি আর গোটা-দুই সেমিজ ঐ বিছানার সঙ্গেই বেঁধে নিয়েচি । রাখাল বিস্থিত হইয়া কহিল, ওতে কুলোবে কেন ? সারদা মৃদ্ধ হাসিয়া বলিল, যথেষ্ট । ময়লা হলে সাবান দিয়ে সাফ করে নেবো, ধা নিত্য এখানে করি । রাখাল একটুখানি গুম হইয়া রহিল । বারংবার মনে হইতে লাগিল বলে, কাপড়ের তোমার এত অভাব, এটা কি আমাকে জানালে তোমার অপমান হতো সারদা ? কিন্তু মুখ ফুটিয়া কিছুই বলিতে পারিল না। রাগের ঝোঁকে টাকা লইবার কথা মনে পড়ায় নিজেকে অপরাধী মনে হইতে লাগিল । রাধাল উদাসকণ্ঠে কহিল, তাহলে এবার ট্যাক্সি নিয়ে আসি । সারদা সচকিতে বলিয়া উঠিল, ওমা—বলতে একেবারেই ভুলে গেছি দেবতা— আপনি বাজার করতে বেরিয়ে যাবার একটু পরেই বিমলবাবু এসেছিলেন । তিনি বলে গেছেন একটা জরুরী কাজে যাচ্ছেন, এখনই ফিরে আসবেন। আপনার সঙ্গে র্তার দরকার আছে। তিনি র্তার মোটরে আমাদের স্টেশনে পৌছে দেবেন বলে গেলেন । রাধালের মুধ-ভাবের কোমলতা অন্তহিত হইল। শুদ্ধ-স্বরে কহিল, আজকে আর র্তার সঙ্গে দেধা করবার সময় নেই সারদ, ফিরে এসে দেখা হবে । জেরি করা চলে না, আমি ট্যাক্সি আনতে চললুম। রাধালের কথা শেষ হইবার পূৰ্ব্বেই সদর দরজার সম্মুখে মোটরের হর্ন শোনা গেল এবং উঠান হইতে বিমলবাবুর আওয়াজ পাওয়া গেল –সারা-মা সারদা বাহির হইয়া বলিল, আমুনবিমলবাবু ঘরে প্রবেশ করিয়া বলিলেন, খই ষে রাজু এলে গেছে । ভাগ্যে জাজ এদিকে একটা দরকারে এসেছিলাম। মনে হ’লো পাশেই যখন এলে পড়েছি, সারদী-মাকে একবার দেখে ধাই। এলে শুনলাম ব্ৰ জবাবুর আ মুখের তার পেৰে তোমরা আজই রওনা হচ্চো। চলে তোমাদের পৌছে দিয়ে আলি ; বড় গাড়িটাতেই আজ বেরিয়েচি, মালপত্র নেওয়ার অসুবিধা হবে না। অনিচ্ছাসত্বেও রাখাল আপত্তি করিতে পারিল না। জিনিসপত্র গাড়ীতে উঠানো হইলে বিমলবাবু রাখালের হাত ধরিয়া বলিলেন, রায়, আমার একটি অংরোধ রেখে, »ፃፃ

  • ծաանօ