পাতা:শরৎ সাহিত্য সংগ্রহ (দ্বাদশ সম্ভার).djvu/১৯৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

अङ्ग९-जोखि]-न९Gह শিবুর মা আসিয়া ডাকিল, মা, বেলা হয়ে যাচ্চে, রাধা চক্ষাবেন চলুন। তারক বলিল, অনেকদিনই তো মায়ের হাতে অমৃত প্রসাদ পেলাম। এইবার রাধুনিটাকে হাড়ি ধরতে অনুমতি দিন ! এই দারুণ গরমে আগুন-তাতে আপনার স্বাস্থ্য ভেঙে পড়বে - সবিত হাসিয়া বলিলেন, আগুন-ভাতে রান্না করলে বাঙালী মেয়েদের স্বাস্থ্য ভাঙে না তারক, উন্নতি হয় । সে সাধারণ বাঙালী মেয়েদের হতে পারে মা, আপনি তাদের দলে ন’ন আমি জানি । তুমি কিছু জানো না বাছা । না মা, আমি গুনবে না, কলকাতার বাসায় আপনার রাধুনি-বামুন ছিল দেখেচি। এখানে কেন আপনি রাধুনির হাতে খাবেন না বলুন তো । রাধুনীর হাতে প্রবৃত্তি হয় না এটা আপনার বাজে ওজর । আসল কথা, নিজে পরিশ্রম করতে छiनि । তাই যদি হয় তারক ; তাতে আপত্তি কেন বাবা ? অকৃত্রিম আন্তরিকতায় প্রবলবেগে মাথা নাড়িয়া তারক কহিল, না তা হয় না আমার রাজরাজেশ্বরী মাকে আমি প্রতিদিন রাধতে, বাটনা বাটতে, কাপড় কাচতে দিতে পারবো না । এ সত্যিই আপনার কাজ নয় যে মা ! সবিতার চক্ষুদ্ধ' সজল হইয়া উঠিল । একান্ত অন্যমনস্কচিত্তে কি যেন ভাবিতে লাগিলেন, কিছুই বলিলেন না। তারক বলিল, আজ থেকে ঝি আর রাধুনি আপনার কাজ করবে, আমি বলে দিচ্চি ওদের। আর আপনার এ-সব অত্যাচার চলবে না কিন্তু । সবিতা সকরুণ হাসিয়া কছিলেন, তারক, আমার পরেই অত্যাচার হবে বাবা, যদি আমাকে এইটুকু কাজকর্ণও করতে না দাও। আমি তোমাকে স্পষ্ট বলচি, রাধুনীর রান্না আর আমায় গলা দিয়ে নামবে না। বালী-চাকরের সেবা গায়ে আমার বিছুটির চাৰুক মারবে। এ জেনেও যদি তুমি আমার নিজের কাজের জন্ত চাকরচাকরানী বহাল করতে চাও, আমি নিরূপায় ! তারক বিস্ময়াভিভূত হুইয়া কহিল, আপনি কি চিরদিনই এমনিভাবে নিজের সমস্ত কাজ নিজেই করবেন মা ? সবিতা কছিলেন, চিরদিন করবো কি-না জানিনে বাবা । তবে আজকে জামি পারচিনে সইতে দাসদাসীর সেবা, এইটুকুমাত্র বলতে পারি। ঈশ্বর যদি কখনও মূধ তুলে চান, তোমারই কাছে আবার এক সময় এসে খাটে পালঙ্কে বলে চাকর-দাসীর সেবা নেবো বাবা । ቅNo