পাতা:শরৎ সাহিত্য সংগ্রহ (দ্বাদশ সম্ভার).djvu/২০৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

শেষের পরিচয় জি ধরে বসে, তা হলে জেনে, সেই অবাঞ্ছিত ব্যাপারই কাকাবাবুর সবচেয়ে ছঃখদুর্ভাবনার হেতু হবে। এমন কি, হয়তো সেটা তার মৃত্যুর কারণ পৰ্যন্ত হতে পারে। একটা কৰা স্কুলো না রেৎ, যে উগ্ৰ বিষ ধাতছাড়া রোগীকে মৃত্যুর মুখ থেকে ফিরিয়ে এনে জীবন দান করে, সেই বিষ পান করেই আবার সুস্থ মানুষ আত্মহত্যা করে। স্থান কাল ও অবস্থা-অমুসারে একই ব্যবস্থা কোনও সময় যেমন মঙ্গলকর, আবার অন্ত এক সময়ে তেমনি অমঙ্গলকরও। বড় হয়েচো, সবদিক সুস্পষ্ট করে ভেবে দেখো । বিশেষ প্রয়োজনে একবার একটা কথা বলেচে বলেই সেই যুধের কথাটাকেই জীবনের সকল মল্লামাল প্রয়োজন অগ্রয়োজনের চেয়ে বড় করে তুলতে গিয়ে অকল্যাণ ডেকো এনো না । রেণু নত-চক্ষে চুপ করিয়া রছিল। ২১ কলিকাতার দুইজন খ্যাতনামা বিচক্ষণ চিকিৎসক ব্ৰজবাবুকে বিশেষ ভাবে পরীক্ষাস্তে চিকিৎসার সুবন্দোবস্ত করিয়া কলিকাতায় প্রত্যাবর্তন করিয়াছেন। বিমলবাবু আরও কয়েকদিন তাহার নিকটে আছেন। ব্লাডগ্রেশার আর একটু কমিলেই ডাক্তারের নির্দেশমত ব্ৰজবাবুকে কলিকাতায় লইয়া যাওয়া হইবে। মেডিক্যাল কলেজের কাছাকাছি কোনও জায়গায় পৰ্য্যাপ্ত আলো-বাতাসযুক্ত একখানি ছোট বাড়ি ভাড়া করিবার জন্ত বিমলবাবু কলিকাতায় পত্র লিপিয়াছেন। তাহার কর্মচারীরা সমস্তই ঠিক করিয়া রাধিবে। কলিকাতার চিকিৎসকেরা আসিয়া রোগীর ব্যবস্থা করিয়া যাইবার পর হইতে ব্ৰজবাৰু অনেকট সুস্থ বোধ করিতেছেন। সকলেরই মন বেশ উৎফুল্প । ব্ৰজবাৰু বৈকালে উত্তরদিকের বারানায় একখানি ডেক চেয়ারে গুইয়া ছিলেন । পাশের চৌকিতে বিমলাবৰ খবরের কাগজ হাতে বসিয়া। উভয়ের মধ্যে কথাবার্তা চলিতেছিল জগৎব্যাপী ট্রেড-ডিপ্রেশন বা ব্যবসায়ের দুরবস্থা লইয়া। এই আলোচনা-প্রসঙ্গে ব্ৰজবাবু বলিলেন, আপনি যখন প্রথম আমার কাছে এসে আমার ব্যবসায় কিনে নেওয়ার প্রস্তাব করেছিলেন, অামার মনে হয়েছিল সাধারণ বড়লোকের মতোই ব্যবসায়-সম্বন্ধে আপনার গুৰু সৌধীন আগ্রহ-উৎসাহই জাছে, স্বল্পভবিষ্যৎদৃষ্টি ও ভালোমশ জ্ঞান—অর্থাৎ ষাকে ব্যবসায়বৃদ্ধি বলে, তা আপনার নেই। তার পরে যখন আপনার অন্তান্ত সব প্রচুর লাভজনক বড় বড় ব্যবসায়ের বিবরণ ופיל