পাতা:শরৎ সাহিত্য সংগ্রহ (দ্বাদশ সম্ভার).djvu/২৫২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

শরৎ-সাহিত্য-সংগ্ৰহ পরিহাস করবার জন্য তোমার কাজের ক্ষতি করে এখানে ডেকে আনিনি। সত্যিই আমি তোমার বিবাহের প্রসঙ্গ তুলতে এসেচি। তা হলে ওটা আর না তুলে এইখানেই সাঙ্গ করে ফেলা ভালো। কারণ বিবাহ করার মত সঙ্গতি ও মুমতি কোনটাই আমার হয়নি, দেরি আছে। রাখাল বলিল, ধরে এ বিবাহে যদি তোমার সঙ্গতির অভাব পূর্ণ হয়ে যায় ? তা হলেও নয়। কারণ, আমি নিজে উপার্জনশীল না হওয়া পৰ্য্যন্ত বিবাহের দায়িত্ব নিতে নারাজ । ধরে, এ-বিবাহ দ্বারা যদি তোমার উপার্জনের দিক দিয়েও সত্বর উন্নতি ঘটে ? তা হলে তো আপত্তি নেই। তারক সন্দিৰ্য-নয়নে রাখালের মুখের পানে চাহিয়া বলিল, পাত্রী কে ? কোন উকীল-ব্যারিস্টারের মেয়ে বুঝি ? না। নিতান্ত সঙ্গতিহীন নিরাশ্রয়ের কন্যা । তবে যে বললে—এ বিবাহে— স্থ্য, ঠিকই বলেচি। দরিদ্রের কন্যা বিবাহ করে ও সম্পত্তিলাভ একেবারে বিচিত্র নয়। ধরে, তার কোনও ধনী আত্মীয়ের যাব তীয় সম্পত্তির একমাত্র উত্তরাধিকারিণী সে— কে সে মেয়েটি ? তুমি রাজা কি না আগে বলে। পরিচয় না জেনে বলতে পারবো না । কি পরিচয় চাও জিজ্ঞেস করো। মেয়ের বংশ পরিচয়, রূপ, গুণ, শিক্ষণ ? তারক ভ্ৰকুঞ্চিত করিয়া বলিল, ভাবী পত্নী সম্বন্ধে সবই জানা দরকার। রাখাল অল্পক্ষণ চুপ করিয়া থাকিয়া বলিল, পাত্রী সুন্দরী বললে অল্প বলা হবে, পরমাসুন্দরী। গুণবতী, বুদ্ধিমতী, স্বশিক্ষিতা । উচ্চ ব্রাহ্মণকুলে জন্মগ্রহণ করেচে। পিতা এককালে ধনাঢ্য ব্যক্তি ছিলেন বটে, বৰ্ত্তমানে কপৰ্দকশূন্ত । পিতৃ-সম্পত্তি না পেলেও পাত্রী মাতৃধনের অধিকারিণী । সে ধনের পরিমাণও নিতান্ত সামান্য নয়। কুলে মেলে গোত্রে তোমাদের পালটি ঘর। সকল দিক দিয়ে যে কোনও স্বপাত্রের যোগ্য পাত্রী। পাত্রীর পিতার নাম, ধাম ও উপস্থিত পেশা কি জানতে পারি ? তারই উপরে কি তোমার মতামত নির্ভর করচে ? না—স্থ্য, তা সম্পূর্ণ না হোক, কতকটা নির্ভর করে বৈকি! রাখাল আবার কিছুক্ষণ চুপ করিয়া থাকিয়া, পরে আস্তে আস্তে বলিল, পাত্রীর পিতা তোমার অচেনা নয়। আমি ব্রজবিহারীবাবু মেয়ের কথা বলচি– - ३8२