পাতা:শরৎ সাহিত্য সংগ্রহ (দ্বাদশ সম্ভার).djvu/২৫৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

শেষের পরিচয় শিবশঙ্করবাবুর ভ্রাতুপুত্রী। এই বিবাহ তাহার প্র্যাক্টসের উন্নতির অনুকূল হইবে সন্দেহ নাই।” ইত্যাদি। সবিতা দীর্ঘশ্বাস ফেলিয়া পত্ৰখানি খামের মধ্যে ভরিয়া রাখিয়া কুটুনা কুটিতে প্রবৃত্ত হইলেন । র্তাহার অস্তর অশ্রুসিক্ত হইয়া উঠিয়াছিল । বৈকালে সারদা মহিলা শিক্ষ-মণ্ডলীর স্কুল হইতে বাটি ফিরিলে সবিতা বলিলেন, একটা স্থখবর শুনেচে সারদা ? আগ্রহে উন্মুখ হইয়া সারদা জিজ্ঞাসা করিল, কি মুখবর মা ? আমাদের তারকের বিয়ে । উংস্থক হইয়া সারদা কহিল, কবে মা ? কোথায় ? কনেট কেমন দেখতে ? তা ত কিছু জানিনে মা। শুনলাম হাইকোর্টের মস্ত উকীল শিবশঙ্করবাবু-ধার জুনিয়ার হয়ে তারক কাজ শিখচে, পাত্রী তারই ভাইঝি। সে কি ? আপনি এর কিছুই জানেন না ? তবে জানে কে মা ? সারদার কণ্ঠে বিস্ময় ধ্বনিত হইয়া উঠিল। সবিতা হাসিয়া বলিলেন, সময় হলেই সকলে জানতে পারে সারদা । আমি সিঙ্গাপুর থেকে খবর পেলাম তারকের বিয়ে। সারদা মুখ অন্ধকার করিয়া বলিল, উঃ কি অদ্ভূত মানুষ এই তারকবাবু! সবিতা স্নিগ্ধস্বরে বলিলেন, ও আমার একটু লাজুক ছলে । তুমি দোষ নিয়ো না সারদা । বরং উদ্যোগে লাগো এখন থেকে । সারদা নিরুত্তরে মুখ হাড়ি করিয়া ঘর হইতে বাহির হইয়া গেল । বছর দেড়েক হইল সারদাকে একটি নারীশিক্ষা প্রতিষ্ঠানের স্কুলে সবিতা ভৰ্ত্তি করিয়া দিয়াছেন। সেখানে সে লেখাপড়া, নানাবিধ অর্থকরী গৃহশিল্প, পশুপালন ও শুশ্রুষা-বিজ্ঞান প্রভৃতি বিভিন্ন বিভাগের কাজ শিখিবার জন্য প্রস্তুত হইয়াছে। এক একটি বিষয় শিখিবার নির্দিষ্ট কয়েক বৎসর বা কয়েক মাস করিয়া সময় অাছে, বৰ্ত্তমানে লেখাপড়া ও দজিকৰ্ম্ম বিভাগে সারদার দ্বিতীয় বর্ষ চলিতেছে। বলা নয়টার সময় স্কুলের গাড়ী আসে, ফেরে বেলা পাঁচটায়। অপরাহ্লে সবিতা তাহার খাবার লইয়; বসিয়া থাকেন। সারদা ফিরিলে দ্রুত তাড়া দিয়া তাহাকে কাপড় বদলাইয়া, হাত-মুখ ধোয়াইয়া, নিজ হাতে খাবার পরিবেশন করিয়া তবে তাহার স্বস্তি। তারকের সম্বন্ধেও তাহাই। কার্ট হইতে ফিরিবার পূৰ্ব্বে তাহার বিশ্রামের ও জলযোগের ব্যবস্থা নিজ-হাতে করিতে না পারিলে পবিতা তৃপ্তি श्रोंन नः । তারক প্রতিবাদ করে, অমুযোগ করে, কিন্তু সবিতা কর্ণপাত করেন না। সারদা $ $ ማ