পাতা:শরৎ সাহিত্য সংগ্রহ (দ্বাদশ সম্ভার).djvu/২৬৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

अंब्र६-नाझेि छ7-ज९७थझ রাখাল সে-পরিহাসের জবাব না দিয়া অন্তমনস্কচিত্তে কি যেন ভাবিতে লাগিল । সারদা হঠাৎ মিনতির স্বরে বলিল, দেবতা, আপনিও কেন বিয়ে করুন না ? রাখাল এবার উচ্চ হাসিয়া বলিল, তারকের সঙ্গে টঙ্কর দিয়ে বিয়ে করবো নাকি ? সারদা বলিল, বা:, তা কেন ? চিরকাল কি এমন একলা মেসে পড়ে থাকবেন ? সংসার পাতাবার কি সাধ হয় না ? রাখাল বলিল, সাধ থাকলেও সকলেই কি সংসার করতে পারে সারদা ? কেন পারবে না ? দীন-দুঃখীরাও তো তাদের নিজের মতন সংসার পেতে নেয় । কিন্তু এও তো দেখা যায় সারদা, গরীব দুঃখী হয়তো অভাব অনটনের মধ্যেও সংসার করবার স্বযোগ পেলো, কিন্তু মহাধনী প্রাচুর্য্যের মধ্যে থেকেও সে স্থযোগ পেলো না। সকলের ভাগ্যে সব স্বর্থ-সাধ পূর্ণ হয় না। ধরে না, তোমারও তো চেষ্টার ক্রট হয়নি, কিন্তু তুমিই কি সংসার করতে পাচ্চো ? স্বচ্ছন্দ-স্বরে সারদা জবাব দিল, আমার কথা ছেড়ে দিন। অত অল্প বয়সে বিধবা যদি না হতাম, আজ তো আমার মস্ত সংসার হতো। তার পরেও তো আবার খোদার উপরে খোদকারীর দুৰ্ব্ব,দ্ধি নিয়ে নতুন সংসার পেতেছিলাম। সইল না, তা কি করবে ! রাখাল বলিল, তা হলেই বোঝ—ভাগ্যং ফলতি সৰ্ব্বত্রম্‌! সারদা রাখালের যুক্তিতে কর্ণপাত না করিয়া বলিল, আপনি বিয়ে করার পরে যদি সংসার গড়ে না উঠতো, অথবা সংসার পাতবার মুখে বৌটি যদি মারা যেতে বা অন্ত কিছু হ’তো--তা হলে ও কথা মানতাম। আপনি তো আজ পর্য্যন্ত কোনো চেষ্টা করেননি । রাখাল বলিল, চেষ্টা করলেই কি হয় নাকি ? বিয়ে হওয়া-না-হওয়াটাও যে ভাগ্যেরই উপর নির্ভর করে এটা বুঝি তুমি মানতে চাও না ? দেখ সারদা, ঐ-সব ইতিহাস ভূগোল পড়া, আর গালচে-সতরঞ্চির টানা-পড়েন শেখা দিন-কতক বন্ধ রেখে তোমার একটু লজিক পড়া দরকার। কিছু দরকার নেই। করুন দেথি তর্ক, কেমন না আপনাকে হারিয়ে দিতে পারি, দেখে নিম্। রাখাল হাতজোড় করিয়া বলিল, আমি হার স্বীকার করে নিচ্ছি। একে স্ট্রীলোক, ভায় অল্পবিদ্যা–এ যে কি ভয়ঙ্কর ব্যাপার, তা সকলেই জানে। তৰ্কশাস্ত্রপ্রণেতাগণ স্বয়ং এলেও হার মানবেন, আমি তো তুচ্ছ ; ওকথা রেখে কাজের কথার জবাব দাও দেখি ? নতুন-মা যে কলকাতার বাস উঠিয়ে ૨t g