পাতা:শরৎ সাহিত্য সংগ্রহ (দ্বাদশ সম্ভার).djvu/২৭৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

শরৎ-সাহিত্য-সংগ্ৰহ পড়িয়া আছেন। মধ্যে মধ্যে উঠিয়া আসিয়া মুমূৰু কস্তার ওtাধরে একটু করিয়া চরণামৃত দিতেছেন, পুনরায় ব্যাকুলচিত্তে চুটিয়া গিয়া বিগ্রহের সম্মুখে আছড়াইয়া পড়িতেছেন। র্তাহার গুরুদেব ঠাকুরদাস বাবাজীর কুঞ্জে সংবাদ পাঠানোয় তিনি আশ্রমের একজন বৈষ্ণব সেবাদাসী পাঠাইয়া দিয়াছেন রোগিণীর শুশ্ৰুষার জন্য। সে মথুরা জেলার যুবতী। বাঙলা ভাষা ভাল বুঝতে পারে না। শুশ্ৰুষা-সম্বন্ধে বিশেষ জ্ঞান নাই । অসাড়প্রায় রোগিণীকে পিপাসায় জলদান এবং বৈকুণ্ঠদাস বাবাজী দত্ত কবিরাজী বড়ি ও ঠাকুরের চরণামৃত সেবন করাইতেছে। রোগিণীর শয্যা ও বস্থাদিতে উপযুক্ত পরিচ্ছন্নতার অভাব বিমলবাবুর চোখে পড়িল । ব্যাপার দেখিয়া বিমলবাবু সত্বর সবিতাকে আনিবার জন্য মথুরায় প্রত্যাবর্তন করিলেন। রেণুর অবস্থা যে শঙ্কাজনক তাহ তিনি বুঝিতে পারিয়াছিলেন। বিমলবাবু তাহাকে লইয়া কাল বিলম্ব না করিয়া পুনরায় বৃন্দাবনে ছুটিলেন। ংবাদ পাইয়া সবিতা যেন পাথর হইয়া গেলেন। মোটরে উপবিষ্ট সবিতার মুখের পানে তখন তাকানো যায় না। র্তাহার মধ্যে যেন একটা বিরাট ঝড় স্তব্ধ হইয়া রহিয়াছে। বহুক্ষণ পরে, জলমগ্ন ব্যক্তির ন্যায় ছট্‌ফট্‌ করিয়া রুদ্ধশ্বাসে একবার সবিতা বলিয়া উঠিলেন, উঃ, গাড়িখানা এত আন্তে চলচে কেন ? আমার নিশ্বাস বন্ধ হয়ে আসচে যে ! বিমলবাবু দুই-একটি সময়োপযোগী কথা কহিলেও তাহা সবিতার কানে পৌছিল না। অকস্মাং বলিয়া উঠিলেন, দয়াময়, তোমরা তো অনেক দেশের অনেক ইতিহাস পড়েচে । নিজের মা তার সস্তানের এমন দুৰ্গতির কারণ হয়েছে, পড়েচো কি কোথাও ? বিমলবাবু নিরুত্তর রছিলেন। পথে এক জায়গায় একটি কূপের সামনে মোটর থামিল, রেডিয়েটরে জল ভরিয়া লইবার জন্য। পথিপার্শ্বে দূরে কৃষিজীবীদের কুটির হইতে বালক-কণ্ঠের কাতর ক্ৰদন ভাসিয়া আসিল । সবিতা আচমকা ভীষণ শিহরিয়া উঠিয়া ব্যাকুলকণ্ঠে জিজ্ঞাসা করিলেন, ওগো, কি হ'লে ওদের ? ও যে কান্নার শব্দ-না ? গুনতে পাচ্চো কি ? বিমলবাবু সবিতার মানসিক অবস্থা বুঝিয়া চিন্তিত হইলেন। বলিলেন, ও কিছু নয়। ছোট ছেলে এমনিই কাচে বোধ হয়। কিন্তু তুমি যদি এমন নার্ভাস হয়ে পড়ে সবিতা, কি করে সেখানে রোগীর শুশ্রাবার দায়িত্ব নেবে ? नविऊ अउि*ञ्च दाख श्ब्रां यनिtणन, मां, बां, आमि 4कःe अश्ब्रि श्हेनि । বেটুকু হয়েচি, সেখানে গেলে-তাকে একবার বুকে পেলে আমার সব ঠিক হয়ে যাবে। এই পনেরো বছর আমার বুকের ভিতরট খালি হয়ে রয়েচে যে ! কক্কক সে DDDD BBB DDS DDD DDS DDDDD BS DDS BBD DS DD DDD DDD Հնն