পাতা:শরৎ সাহিত্য সংগ্রহ (দ্বাদশ সম্ভার).djvu/৩৩২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

শরৎ-সাহিত্য-সংগ্ৰহ ৰালাই নেই। জীবনে আনন্দের দিক দিয়ে তারা কত স্বাধীন হভি ভাতে फेकूश्वणउ श्रांप्रु, किरु ठांप्उ शांण एच ना । चांबन्न संशछ करद्र चानक-किडू বলতে পারি বটে, কিন্তু জীবনকে তার বড় করে নিয়েছে। সাহিত্যের মধ্য দিয়েই তারা সেই সব প্রকাশ করচে। তাদের Army, তাদের Navy, তাদের Church —কত দিক দিয়ে তাদের স্বাধীনতা প্রকাশ পায়। আমাদের সমাজের দিক দিয়ে মনে হবে এটা বিশ্ৰী। অামাদের সাহিত্যিক নীতিটা আলাদা । সৰ্ব্বক্ষেত্রে স্বাধীনতা প্রকাশ পায় না ! কতক বাইরে থেকে বাধা এসে পড়েচে, কতক নিজেদের স্বাক্ট"। ধারা সাহিত্য সৃষ্টি করেচেন তাদের এইজন্য দোষ দিতে পারি না ! আমারই কত গোলমাল হয়েছে। তবে ভগবানের ইচ্ছায় আজ বুঝতে পারছি যে, স্বাধীনতাই আমাদের কাম্য । আজ থেকে পঞ্চাশ বছর পরে অনেক obsolete হবে তাতে আমার কোন দুঃখ নেই। দেশের সাহিত্য স্বাধীনতার মধ্য দিয়েই চারিদিক ছড়িয়ে যেতে পারবে। উচ্ছম্বলতা ইত্যাদি বাধা এসে পড়তে পারে। যে জিনিসটা হযে— তরলা করি ধেন হয়—তখন এই সাহিত্য প্রকাও হবে । যারা আমার বয়ঃকনিষ্ঠ তারা যদি এইটে করতে চান, তারা যেন এইটে মনে রাখেন যে, সকল দিকে স্বাধীনতা না থাকলে এইটাকে বড় করা যায় না। গৰ্ব্ব করবার জিনিস আমাদের একমাত্র আছে—এই ভাষা। এইটা যাতে দুৰ্ব্বল না হয়ে পড়ে—সহাহভূতির দিক দিয়েই হউক বা অন্য যে-কোন দিক দিয়েই হউকযেন তা না হয়। আমি অনেক জায়গায় বলি, যেন এটা না হয়। একটু ধৈর্ঘ্যের সঙ্গে ঘা নীতি-বন্ধন আছে তার মধ্য দিয়েই সাহিত্য প্রচার হোক। কোন কাজে কোন অবহেলায় এই জিনিস যেন ছোট না হয়ে যায়। প্রবাসী আপনারা এই জিনিসটা মনে করে রাখবেন । সকলের মন এক নয়, একটা কথা যেন principle-এর মত মনে থাকে যেন আমার কাজের মধ্যে এ না ছোট হয়। কোন একটা জাতের জাগরণ ভাষায় মধ্য দিয়েই করতে হয়। যার ভাষা দুৰ্ব্বল তার উঠবার আশা নেই। বখনি দেখা যায় কোন জাতি উঠেচে, তখনি দেখা যায় তার সাহিত্যও বড় হয়েছে। আপনারা শুধু এইটে দেখবেন যেন ভাষা না ছোট হয়-দেখবেন আপনাদের সবকিছুই উজ্জল হয়ে উঠবে। আপনার বাঙলাতেই থাকুন, আর প্রবাসেই থাকুন, সবই এক-ভাষার সঙ্গে যতদিন পরিচয় রাখবেন ততদিন সবই এক । vo আমি বড় কৃতাৰ্থ হলুম। এই ষে মালা দিলেন, এই আমার বড় সৌভাগ্য ! এর চাইভে সম্মান জামি চাই ন-চাইলেও থাকবে না। এই মালাই আমার খুব বড়। এইটে মাথায় করে নিয়ে গেলুম।* ," SDBBBB BBBB BBB BBBDD DDD DD BB Bi DDDD DDD *कनिष्ठ । . . . . ♚११