পাতা:শরৎ সাহিত্য সংগ্রহ (দ্বাদশ সম্ভার).djvu/৩৪৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

শরৎ-সহিত্য-সংগ্ৰছ আড়ম্বরে ঢেকে পাঠক-ঠকিয়ে বড় হতে চেয়ে না। কেননা, এ ফাকি কেউ নাকেউ একদিন ধরবেই, তখন লঙ্গার অবধি থাকবে না। আপন সীমানা লঙ্ঘন করাই আপন মৰ্য্যাদা লঙ্ঘন করা ! এ ভূল ৰে করে না, তার আর যে দুৰ্গতিই হোক, তাকে লাঞ্ছনা ভোগ করতে হয় না । অর্থাং, বোধ হয় তিনি এ-কথাই বলতে চেয়েছিলেন যে, পেটের দায়ে যদি-বা কখনও ধার করে, ধার করে কখনও বাবুয়ানি ক’রে না । সেদিন উাকে জানিয়েছিলাম, তাই হবে । আমার সাহিত্য-সাধনা তাই চিরদিন স্বল্প-পরিধিবিশিষ্ট। হয়ত, এ আমার ক্রটি, হয়ত এই আমার সম্পদ, আপনাদের স্নেহ ও প্রতি পাবার সত্য অধিকার। হয়ত আপনাদের মনের কোণে এই কথাটা আছে—এর শক্তি কম, তা হোক, কিন্তু এ কখনও অনেক জানার ভান করে আমাদের অকারণ প্রতারণা করেনি । এমনি একটা জন্মদিন উপলক্ষে বলেছিলাম, চিরজীবী হবার অাশা আমি করিনে কারণ, সংসারে অনেক কিছুর মতো মানব-মনেরও পরিবর্তন আছে ; সুতরাং, আজ যা বড় আর একদিন তা-ই যদি তুচ্ছ হয়ে যায় তাতে বিস্ময়ের কিছু নেই। সেদিন আমার সাহিত্য-সাধনার বৃহত্তর অংশও যদি অনাগতর অবহেলায় ডুবে যায়, আমি ক্ষোভ করব না। শুধু মনে এই আশা রেখে যাবো, অনেক কিছু বাদ দিয়েও যদি সত্য কোথাও থাকে সেটুকু আমার থাকবে। সে আমার ক্ষয় পাবে না। ধনীর অজস্ৰ ঐশ্বর্ঘ্য নাই বা হ’লো, বাগ দেবীর অর্থ্য-সম্ভারে ঐ স্বল্প সঞ্চয়টুকু রেখে যাবার জন্যই আমার আজীবন সাধনা। দিনের শেষে এই আনন্দ মনে নিয়ে খুশী হয়ে বিদায় নেবো, ভেবে যাবো আমি ধন্য, জীবন আমার বৃথায় যায়নি । উপসংহারে একটা প্রচলিত রীতি হচ্ছে, শুভানুধ্যায়ী প্রতিভাজন বন্ধুজনের কাছে কৃতজ্ঞতা জানানো। কিন্তু এ প্রকাশ করার ভাষা খুজে পেলাম না। তাই শুধু জানাই, আপনাদের কাছে সত্যই বড় কৃতজ্ঞ *

      • डन बग्रक्नि छगनक शब त्रांविन ०७e● वत्रांक फ्रांछन हरल नांत्रबिंक ७ माहिठिारूत्रtसंब्र शंक्र श्ईड धरड बडिनम:भद्र थङिडांद१। ‘खांब्रङदई' कांख्रिक, **** नरथांद्र थकांनिठ !

తిడిg