পাতা:শরৎ সাহিত্য সংগ্রহ (দ্বাদশ সম্ভার).djvu/৩৭৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

শরৎ-সাহিত্য-সংগ্ৰহ ( ১২ই মে, ১৯১৩ ডাকমোহর ) প্রমথনাথ—তোমার পত্র পাইলাম। পূৰ্ব্ব পত্রের যথাসাধ্য উত্তর দিয়াছি, তথাপিও যে ইহার উত্তর লিখিতে বসিয়াছি, তাহার কারণ আমি তোমাকে শুধু যে ভালবাসি তাহা নহে, শ্রদ্ধাও করি। অর্থাং মতামতের উচ্চ মূল্য দিই। আমার যাহা বলিবার বলি, তাহার পরেও যদি তোমার সেইরূপ ইচ্ছাই থাকে, যথাসাধ্য তোমার অভিরুচি পালন করিতে চেষ্টা করিব। লিখিয়াছ বিধবা ভিন্ন ছোট গল্প জমে না ( ঠাট্টা করিয়া } )। হয়ত তোমার কথাই সত্য, অত বড় বঙ্কিমবাবুও তাহার সৰ্ব্বশ্রেষ্ঠ উপন্যাস দুটিতে (কৃষ্ণকাম্বের উইল, বিষবৃক্ষ ) বাদ দিতে পারেন নাই । তুমি আমার পথনির্দেশ'কেই কটাক্ষ কবিয়া বোধ করি বলিয়াছ। বুঝিতেছি ওটা তোমার ভাল লাগে নাই । তাই যদি সত্য হয়, আমার উপদেশ এই, আর উপন্যাস গল্প প্রভৃতি লিখিতে চেষ্টা ত নিশ্চয়ই করিবে না, পড়াও উচিত হইবে না । এক একটি painter so colour blinds ofton, তুমিও তাই । ‘রামের সুমতি’তে আর্ট কম, তবুও যদি একেই এত ভাল লাগিয়া থাকে, যার কাছে তার পরেরটাও কিছুই নয় হয়, তাহা হইলে আমি সত্যই নিরুপায়। এ শুধু আমার মত নয়। কথাটা বিশ্বাস কর, এ প্রায় সকলেরই মত । তা ছাড়া, আমার উপর যদি তোমার কিছুমাত্র শ্রদ্ধা থাকে, তাহা হইলে আমি নিজেও এই বলি। পরিশ্রমের হিসাবে, রুচি হিসাবে, আর্টের হিসাবে পথনির্দেশ’এর কাছে ‘রামের মুমতি’র স্থান নীচে । অনেক নীচে । আমি একটা সম্পূর্ণ গৃহস্থ চিত্র লিখিব স্থির করিয়া রামের স্বমতি’র মত একটা নমুনা লিখি— এই রকম হিন্দু গৃহস্থ পরিবারে যত রকমের সম্বন্ধ আছে সব রকম সম্বন্ধ অবলম্বন করিয়া এক একটা গল্প লিখিয়া বইখানি সম্পূর্ণ করিব। এটা শুধু মেয়েদের জন্যই হইবে । যাক। ‘চরিত্রহীন' ফিরিয়া ( registry ) পাঠাইয়ো । এ সম্বন্ধে ঋষি Tolstoy'4 “Resurrection” (the greatest book) off;to woforo যে খুলিয়া লোকের গোচর করিতে নাই, তাহা জানি, কিন্তু ক্ষতস্থান মাত্রই যে দেখাইতে নাই জানি না। ডাক্তারের উপমাটি ঠিক খাটে না । সমাজের যদি কেউ ডাক্তার থাকে, যার কাজ ক্ষত চিকিৎসা করা, সে কি শুনি ? যাহা পচিয়া উঠে তাহাকে তুলা বাধিয়া রাখিলে পরের পক্ষে দেখিতে ভাল হইতে পারে, কিন্তু ক্ষত যে লোকটার গায়ে, তার পক্ষে বড় হুবিধা হয় না। শুধু সৌন্দৰ্য্য স্থষ্টি করা ছাড়াও উপভাস-লেখকের আরো একটা গভীর কাজ আছে । সে কাজটা যদি ক্ষত দেখিতেই stų–vsst wfēts **t" | Austin, Mary Corelli zręRs ar Sara Grend সমাজের অনেক ক্ষত উদঘাটন করিয়াছেন, জাৰোগ্য করিবার জন্ত, লোককে শুধু শুধু দেখাইয়া ভয় দেখাইয়া আমোদ করিবার জন্ত নয়। তা ছাড়া central figure করিতেছি কি করিয়া বুঝিলে । অবশ্ন বদনাম যে হইবে তাহার নমুনা পাইতেছি, WDR 6