পাতা:শরৎ সাহিত্য সংগ্রহ (দ্বাদশ সম্ভার).djvu/৩৯০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

শরৎ-সাহিত্য-সংগ্ৰহ ওর চেয়ে তোমাদের আষাঢ়ের ঐ দর্পচূৰ্ণ গল্পটি ঢের ভাল। মনের মধ্যে শেষে একটা আহলাদ হয়, আমি ঠিক ঐ রকমই আজকাল ভালবাসি। তোমার বায়স্কোপ দু-বার পড়েছি। অনেক জিনিস যা জানতাম না জানা গেল । আর ঐ যে ছোট পাস্তুয়ার ইতিহাস প্রভৃতি ওগুলি সবচেয়ে ভাল। কত ছোটখাট দরকারী ঘরের কথা যে ওতে জানা যায় তা’ বলে শেষ করা যায় না। ঐ রকম যেন প্রতি বারে থাকে। আর না, মেল ক্লোজ হয় হয়—ভাল আছি । —শবুং D. A. G.'s Office, Rangoon 22. 3. 12 প্রমথ—তোমার পত্র পাইয়া আজই জবাব লিখিতেছি, এমন ত হয় না। যে আমার স্বভাব জানে, তাহার কাছে নিজের সম্বন্ধে এর বেশী জবাবদিহি করা বাহুল্য। অনেক সময়েই যে তুমি আমার কথা মনে করিবে, তাহা আমি জানি। কেন না যাদের মনে করার কিছুমাত্র প্রয়োজন নাই, তারাও যখন করে, তখন তুমি ত করবেই। আমার ভাগ্যবিধাতা আমার সমস্ত শাস্তির বড় এই শাস্তিটা জন্মকালেই বোধ হয় আমার কপালে খুদিয়া দিয়াছিলেন। আজ যদি আমি বুঝিতে পারিতাম, আমার পরিচিত আত্মীয়-স্বজন বন্ধুবান্ধবের সবাই মামাকে ভুলিয়া গিয়াছেন-আমি সুখী হইতাম, শাস্তি পাইতাম । তা হইবার নয়। আমাকে ইহার স্মরণ করিবেন, সন্ধান জানিতে চাহিবেন, বিচার করিবেন, এবং অনবরত আমার অধোগতির দুঃখে দীর্ঘনিঃশ্বাস ফেলিয়া আমার মৰ্ম্মাস্তিক দুঃখের বোঝা অক্ষয় করিয়া রাখিবে।

  • প্রমথনাথ ভট্টাচাৰ্য্যকে লিখিত।

ԾԳԵ,