পাতা:শরৎ সাহিত্য সংগ্রহ (দ্বাদশ সম্ভার).djvu/৩৯৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

শরৎ-সাহিত্য-সংগ্ৰহ ছাড়া মতান্ত অশোভন দেখাবে। আমার সম্বন্ধে ( অবশ্য আমার recent লেখা প্রভৃতি আলোচনার পরে ) যদি ভাল opinion হয় এবং আমার লেখা চাও নিশ্চয়ই দেবো–কিন্তু এখন নয়। নিঃশব্দে গোপনে—ঢাক ঢোল পিটে ফটোগ্রাফ দিয়ে নয়। আমি এত অৰ্ব্বাচীন নই। আরও একটা কথা এই যে, চরিত্রহীন গল্প হিসাবে—তা সে প্রায় কিছুই নয়। অ্যানালিসিস্—Psychological—এই ইচ্ছা নিয়েই লিথি ! সেটা পুড়ে যায়, তার পরে দুটো মিশিয়ে একরকম করে লিখেছি। আজ ওই পর্য্যন্ত। বাড়ির খবর ভাল ত ? আমার কথাটা বাড়ির মধ্যে একবার জানিয়ে দিয়ো । তোমার পিসিমাকে প্রণাম জানালাম * তোমার স্নেহের শরৎ, ১৭ই এপ্রিল, ১৯১৩ রেজুন প্রমথ—তোমার কাল পত্র পাইয়াছি, আজ জবাব দিতেছি। সময় নাই কাজের কথা বলি। বৈশাখের যমুনায় ইহারা বিজ্ঞাপন দিয়াছে যে চরিত্রহীন শ্রাবণ হইতে তাহারাই বাহির করিবে। এ অবস্থায় আমার আর কি বলিবার আছে জানি না । কেন যে তুমি আমাকে না জিজ্ঞাসা করিয়া হরিদাসবাবুকে এ প্রস্তাব করিয়াছিলে ( প্রমথবাবুই চরিত্রহীন ছাপিবার প্রস্তাব করিয়াছিলেন ) তাহা নিশ্চয়ই বুঝি। তুমি জানিতে অসাধা ন হইলে তোমাকে আদেয় আমার কিছুই থাকিতে পারে না। এখন এই বিভ্ৰাট যে কিরূপে উত্তীর্ণ হইব স্থির করা যথার্থই কঠিন হইয়া দাড়াইয়াছে। তুমি যে আমার জন্য লজ্জা পাইবে, false position-এ পড়িবে, এইটাই আমাকে দ্বিধায় ফেলিয়াছে—ন হইলে আমি কোন কথাই মনে করিতাম না। যমুনায় ছাপা উচিত কি না এ কথাই উঠিতে পারিত না। এখন তোমার সম্মান অসম্মানের কথা —এইটাই আসল কথা । জলধরবাৰু প্রভৃতি নামজাদা লেখক—তাহাদের জোর প্রমথনাথ ভট্টাচার্ধকে লিখিত । \ՉԵՀ