পাতা:শরৎ সাহিত্য সংগ্রহ (দ্বাদশ সম্ভার).djvu/৩৯৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

শরং-সাহিত্য-সংগ্ৰন্থ আমি শেষটা লিখিয়া দিব । শেষটা জামি জানাই--আমি যা তা যেমন কলমের মুখে আসে লিখি না, গোড়া থেকেই উন্ধেগু করে লিখি এবং তাহ ঘটনাচক্রে বদলাইয়াও যায় না। বৈশাখের মূনা কেমন লাগল ? পথনির্দেশ' বুঝতে পারবে কি ? শীঘ্ৰ জবাব দিয়ে। --শরৎ* মে ১৯১৩ ( ? ) প্রমথ-তুমি যতক্ষণ না আমার লেখা পড়, ততক্ষণ আমার লেখা যে অসম্পূর্ণ থেকে যায়। এটা সম্ভবত: ছেলেবেলার অভ্যাস । এই জন্যই যমুনা যাতে তোমার কাছে যায়, সে ব্যবস্থা আমাকে নিজেই করতে হয়েছে। আমার স্বভাব জানই ত । যারা আপনার লোক তারা যে আমাকে ঠিক জানতে পারে, অথচ, পরে আমার কিছুই না জানে এই যে আমার স্বাভাবিক ব্যাধি-এর অনুরোধেই তোমাকে যমুনা পাঠানো এবং এর জন্যই তোমার কাছে 'চরিত্রহীন? পাঠালাম। আশা করি এত দিনে পেয়েছ। কি জানি আমার মনে একটা ভয় হয়েছে এই বইটা ভাল লাগবার সাহস তোমার নাই । Intellectually এ একেবারে নির্দোষ না হলেও নেহাৎ নীচু নয়—কিন্তু রুচি'র কথা তুললে গোড়াটায় এর দোষ কিছু বেশী। অথচ সব বুঝেও আমি এর এক ছত্রও বাদ দিইনি—দিবও না। যাক এ কথা ! তোমাকে পড়তে দিয়েছি তোমার honest opinion দিয়ে ফিরিয়ে দেবে আশা করি—অনুরোধ করি । তোমরা reject কর—আমার এই ( ঈশ্বরের কাছে) আস্তরিক প্রার্থন। কারণ তোমাকে তা হলে আর false position-এ পড়তে হবে না। সহজেই বলতে পারবে —এ পছন্দ হয় নি। একবার মনে করেছিলাম, প্রমথ, তোমাদের কাগজের জন্য কিছু ছোট গল্প সাধ্যমত ভাগ ক’রে লিখব—কেন না, তুমি এ কাগজের মঙ্গলাকাজী । কিন্তু হঠাৎ সে আশাও ছাড়লাম। এর সঙ্গে যে চিঠি পাঠালাম (ফণীবাবুর যমুনাসম্পাদকের ) তা থেকেই সব বুঝবে—এবং হরিদাসবাবুর আপনার লোক যখন এর মধ্যে আমার নামে এত মিথ্যা জামারি বন্ধুদের কাছে বচেtছ, তখন ভবিষ্ণুতে ( যদি cठाशारमञ नtष ग६झ शाथि ) ७itद्रा (ग क७ ९ि९) १९१) इफेरद उ1उ छूशिहे বুঝতে পাছ । আমার নিদায় আমার চেয়ে তুমি নিজে বেশ নষ্ট পাবে তা জামি প্রাণনাথ ভট্টাচার্ধকে লিখিত ।