পাতা:শরৎ সাহিত্য সংগ্রহ (দ্বাদশ সম্ভার).djvu/৩৯৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

- বেশ জানি, কিন্তু পাছে হরিদাসের প্রতি স্নেহ তোমাকে আমার দিকে অঙ্ক ক’রে ফেলে তাই এত কথা লিখলাম-না হ’লে শুধু ফণীর চিঠিটা পাঠিয়েই তোমার সৎ বিবেচনার উপর বরাত দিয়েই চুপ করে থাকতাম। যা আমি সবচেয়ে ঘৃণা করি ( বড় লোকের নির্লজ্জ খোসামোদ ) তাই কি প্রকারাস্তরে আমার ভাগ্যে ঘটবে, যদি তোমাদের সঙ্গে ‘সাহিত্যিক লম্বন্ধ রাখি ? তোমরা টাকা দেবে, তোমাদের influence ছোট সাহিত্যসেবীদের মধ্যে প্রচুর—কিন্তু আমি ছোট সাহিত্যসেবীও নয় এবং টাকার কাঙালও নয়। অন্ততঃ আত্মসন্ত্রম বিসর্জন দিয়ে নয়। এক তুমি এবং তোমার ভালবাসা ছাড়া আমাকে কিনতে পারে, এত টাকা তোমাদের কলকাতাতেও নেই, ত তোমাদের পাড়াটি ত ছোট। কি দুঃখ হয় বল ত ? হরিদাসবাবুর manager সু—তাকে আমিও চিনি—আমার সম্বন্ধে এত মিথ্যা রটাতে তার একটু সঙ্কোচ বোধও হল না ? তারা মনে করে আমি তাদের মত হীন, নীচ, ব্যবসাদার সাহিত্যসেবীর মুখ ভ্যাংচানি –না ? প্রমথ, বেশী গৰ্ব্ব করা ভাল নয়, আমি কি তা আমি জানি । আমি যে কোন কাগজকে আশ্রয় দিয়েই তাকে বড় করতে পারি—এ যদি তোমার মিথ্যা বলে মনে হয়, বেশী দিন নয়—একটা বৎসর দেখো—তার পরে বলবে শরৎ কেবল জাকই করে না। যাক এসব আমাদের আপোষের কথা, এ নিয়ে কারো কোন ক্ষতি বৃদ্ধি নেই—কিন্তু, যদি তোমার ওদের ওপর এতটুকুও influence থাকে আর যদি আমি তোমার শত্রু না হই, ত এ সব মিথ্যা ষাতে আর না রটে তা করে। ভাই। আমি ঝুড়ি ঝুড়ি লিখতেও পারিনে—লিখলেও ছাপাবার জন্তে ভদ্রলোককে চিঠি লিখে লিখে ব্যতিব্যস্ত ক'রে তুলি লে। ফণী আমাকে কিছুতেই একটি কথাও মিথ্যা বলবে না, এ আমি নিশ্চয়ই জানি। তা ছাড়া, আমিও ঐ হতভাগা বা-কে জানি অর্থাৎ ওর সম্বন্ধে শুনেছি। তাই এত দুঃখ হয়েছে ষে, তোমাকেও এ সব রূঢ় কথা লিখতে বাধ্য হ’তে হ’ল । প্রমণ, আমি যমুনা’কে ভালবাসি সে কথা তোমার অগোচরে নাই, তবুও পাছে তোমাকে অমৰ্যাদা করা হয়, এই ভয়েই তোমাকে ‘চরিত্রহীন পাঠিয়েছি। (ভূমি ভাল-মন্দ কি বল, না-বল সেটাও আর একটা কথা ) যদি একেবারেই না পাঠাই, তোমাদের দলের লোকের মনে হ’তে পারে, আমি তোমাকে ঠিক অত বেশী ভালবাসি না। কিন্তু ভাল ষে বাসি এইটা স প্রমাণ করবার জন্তই তোমাকে পাঠান। তুমি পড়ৰে এবং reject করবে। ক্ষতি নাই, তবু তোমার মান থাকবে এবং আমার ওপরে ৰে তোমার জোর আছে সেটাও জানা যাবে। তোমার চিঠি পেলে আমি ফণী পালকে লিখে দেব। সে তোমার কাছ থেকে ওটা নিয়ে আসবে। woo & ס8-דאי