পাতা:শরৎ সাহিত্য সংগ্রহ (দ্বাদশ সম্ভার).djvu/৩৯৮

উইকিসংকলন থেকে
পরিভ্রমণে চলুন অনুসন্ধানে চলুন
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

শরৎ-সাহিত্য-সংগ্ৰন্থ আর একটা কথা বলি প্রমথ, টাকার গর্কটাই তোমাদের দলের লোকের মনে যেন খুব বেশী না থাকে। টাকা সবাইকে কিনতে পারে না। একটু সং, একটু honest হওয়া চাই । গাছে না উঠতেই এক কাদি । এখন কাগজের অনুষ্ঠান-পত্র বার হ’ল না, এর মধ্যেই এত ঝুড়ি ঝুড়ি মিথ্য গ্লানি ? তোমরা পরে যে কি করবে আমি তাই ভাবছি। সমাজের যাতে ভাল হয়, লোকে যাতে সৎ শিক্ষা পায়, মাসিক কাগজের সে একটা প্রধান উদ্বেগু হওয়া চাই । অথচ, এমন তোমাদের manager ধে-তার কথা বেশী তুলতেও রাগ হচ্ছে। টাকা খরচ ক’রে মাইনে দিয়ে কি এই লোক রাখে । এই সব নমুনা যাতে বেশী প্রশ্ৰয় না পায়, হরিদাসবাবুকে আমার সবিনয় অনুরোধ জানিয়ে বলবে। বলবে আমার পেশা চাকরি, তাতে— দুমুঠো খেতে পাই। আমি সন্ন্যাসী—আমার নামের ওপর টাকার ওপর আত্মসম্মানের চেয়ে বেণী লোভ নেই। তা ছাড়া, আমি ত হরিদাসবাবুর কোন অন্যায় করি নি যে, তার ‘ডান হাত’ আমার ‘ডান হাত’ট কাটবার চেষ্টা করে বেড়াবে। আমার অভিমান বড় কম নয় । কিছু কম হ’লে আর এমন নিৰ্ব্বাসনে এত অজ্ঞাতবাসে থাকতে পারতাম না । যাই হোক—তুমি আমার বন্ধু । বন্ধু বললে যা মনে হয় তাই । তার এক তিল কম নয়। যা উচিত তুমি করবে। ‘পথনির্দেশ পড়েছ ? কেমন লাগল ? কিছু মনে পড়ে ভাই—বহুদিনের একটা গোপন কথা ? না পড়লেও ক্ষতি নেই—কিন্তু, কেমন লাগল—লিখে ; শুনতে পাই এটা সকলেরই খুব ভাল লেগেছে । ( যদিও একটু শক্ত গোছের এবং একটু মন দিয়ে পড়া দরকার ) আজ ক'দিন যেন একটু জরোভাব টের পাচ্ছি । জর না হলে বাচি ! তোমার ছেলে কেমন আছে ? আশীৰ্ব্বাদ করি যেন শীঘ্র আরোগ্য হয়ে ওঠে••••••••• نیا BR) سن سے প্রমথনাথ—আমার গত পত্রে আশা করি সব কথা জানিয়াছ । গল্পটা পাঠাইতে বিলম্ব হইয়া গেল, তাহারও সংক্ষিপ্ত কৈফিয়ং দিয়াছি। একে ত এত বড়, তোমাদের ভাল লাগিবে কি না, ঠিক বুঝিরা উঠিতে পারিতেছি না। তার পর তোমার অভয় পাইয়া পাঠাইলাম। গল্পট একটু মন দিয়ে পড়িয়ে এবং immoral ইত্যাদি ছুতা করিয়া reject করিও না । তাও যদি কর, কাহাকে reejct করার কারণ দর্শাইয়ো না। আমার “চরিত্রহীন" তোমাদের বানামের গুণে সাংঘাতিক ক্ষতিগ্রস্ত হইতে

  • প্রমথনাথ ভট্টাচাৰ্য্যকে লিখিত ।

6yo