পাতা:শরৎ সাহিত্য সংগ্রহ (দ্বিতীয় সম্ভার).djvu/২৩১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

পল্লী-সমাজ মা হয়ে এ যদি না আমি মাপ করতে পারি, কে পারবে রমা ? আমি আশীৰ্ব্বাদ করি, এর পুরস্কার ভগবান তোমাকে যেন দেন । 蠟 বম হাত দিয়া চোখ মুছিয়া ফেলিয়া কহিল, আমার এই একটা সত্ত্বন জ্যাঠাইম, তিনি ফিবে এসে দেখবেন তার স্বখের ক্ষেত্র প্রস্তুত হ’য়ে আছে। যা তিনি চেয়েছিলেন, তার সেই দেশের চাষভুষারা এবার ঘুম-ভেঙে উঠে বসেচে—তাকে চিনেছে, তাকে ভালবেসেছে। এই ভালোবাসার আনন্দে তিনি আমার অপরাধ কি ভুলতে পারবেন না खTॉर्टांझेशा ? বিশ্বেশ্বরী কথা বলিতে পারিলেন না। শুধু তাহার চোখ হইতে এক ফোটা অশ্রু গড়াইয়। রমার কপালের উপর পড়িল । তারপর বস্তৃক্ষণ পর্যাপ্ত উভয়েই স্তব্ধ হইয়া রহিলেন । বম ডাকিল, জ্যাঠাষ্টমা ? বিশ্বেশ্বরী বলিলেন, কেন মা ? রমা কহিল, শুধু একটা জায়গায আমবা দূরে যেতে পারিনি। তোমাকে আমরা দুজনেক ভালবেসেছিলাম । বিশ্বেশ্বরী আবাব নত হষ্টয় তাহার ললাট চুম্বন করিলেন । রম কহিল, সেই জেরে আমি একটা দাবী তোমার কাছে রেখে যাব । আমি যখন আর থাকৃব না, তখনও আমাকে যদি তিনি ক্ষমা করতে ন পারেন, শুধু এই কথাটি আমার হয়ে তাকে বলে জ্যাঠাইমা, যত মন্দ বলে আমাকে তিনি জানতেন তত মন্দ আমি ছিলাম না। আব যত দুঃখ তাকে দিযেছি, তার অনেক বেশি দুঃখ যে আমিও পেয়েচি—তোমাব মুখের এই কথাটি হয়ত তিনি অবিশ্বাস করবেন না। বিশ্বেশ্বরী উপুড হইয়া পডিয়া বুক দিয়া রমাকে চাপিয়া ধরিয়া কাদিয়া ফেলিলেন। বলিলেন, চল না আমরা কোন তীর্থে গিয়ে থাকি । যেখানে বেণী নেই, রমেশ নেই —যেখানে চোখ তুললেই ভগবানেব মন্দিরের চুড়া চোখে পড়ে—সেখানেই যাই। আমি সব বুঝতে পেরেচি রমা। যদি যাবার দিন তোর এগিয়ে এসে থাকে মা, তবে এ বিষ বুকে পুরে জলে পুণ্ডে সেখানে গেলে ত চলবে না। আমরা বামুনেব মেয়ে, সেখানে যাবার দিমটিতে আমাদের তার মতই গিয়ে উপস্থিত হতে হবে। বৰ্মা অনেকক্ষণ চুপ করিয়া পড়িয়া থাকিয়া একটা উচ্ছসিত দীর্ঘশ্বাস আয়ত্ত করিতে করিতে শুধু কহিল, আমিও তেমনি ক’রেই যেতে চাই জ্যাঠাইমা । 设象奴 ३भू-२*