পাতা:শরৎ সাহিত্য সংগ্রহ (দ্বিতীয় সম্ভার).djvu/২৩৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

পল্পী-সমাজ হয়ে বসে বিচার করে দেন, সেই বিচার ত আমাদেরই মাথা পেতে নিতে হবে । তখন ত মানুৰ না বললে চলবে না। কথা শুনিয়া রমেশের বুক গৰ্ব্বে আনন্দে স্ফীত হষ্টয়া উঠিল। কৈলাস কছিল, আপনাকে আমরা দুজনেই দু'কথা বুঝিয়ে বলতে পারব , কিন্তু আদালতে সেটি হবে না। তা ছাড়া গাটেব কড়ি মুঠে। ভরে উকিলকে না দিতে পারলে সুবিধে কিছুতেই হয় না বাবু। এখানে একটি পয়সা খরচ নেই, উকিলকে খোসামোদ করতে হবে না, পথ হাটাইটি করে মরতে হবে না। না বাবু, আপনি যা হুকুম কৰবেন, ভাল হোক মন্দ হোক, আমরা তাতেই রাজী হযে আপনার পায়ের ধুলো মাথায নিযে ঘরে ফিবে যাব। ভগবান স্ববুদ্ধি দিলেন, আমরা দুজনে তাই আদালত থেকে ফিরে এসে আপনার চরণেই শরণ নিলাম। একটা ছোট নালা গইয়া উভয়ের বিবাদ । দলিল-পত্ৰ সামান্ত যাহা কিছু ছিল রমেশের হাতে দিয়া কাল সকালে আসিবে বলিয়। উভয়ে লোকজন লইয়া প্রস্থান করিবার পর রমেশ স্থির হইয়া বসিয়া রহিল। হহ তাহার কল্পনার অতীত। স্বদুর ভবিষ্যতেও সে কখনো এত বড় আশা মনে ঠাই দেয় নাই। তাহার মীমাংসা ইহারা পরে গ্রহণ করুক বা না করুক, কিন্তু আজ যে হহারা সরকারী আদালতের বাহিরে বিবাদ নিম্পত্তি করিবার অভিপ্রাধে পথ হইতে ফিরিয়া তাহার কাছে উপস্থিত হহ্যাছে, ইহাত তাহব বুক ভরিয়া আনন্দশ্রেত ছুটাইয়৷ দিল । যদিও বেশী কিছু নয়, সামান্ত দুইজন গ্রামবাসীব অতি তুচ্ছ বিবাদের কথা, কিন্তু এই তুচ্ছ কথার স্বত্র ধরিয়াই তাহাব চিত্তেব মাঝে অনস্ত সম্ভাবনার আকাশ-কুমুম ফুটিয়া উঠিতে লাগিল । তাহার এই দুর্ভাগিনী জন্মভূমিব জন্য ভবিষ্যতে সে কি ন করিতে পরিবে তাহার কোথাও কোন হিসাব-নিকাশ, কুল-কিনার রহিল না। বাহিরে বসন্ত জ্যোৎস্নায় আকাশ ভাসিয়া যাইতেছিল, সেদিক চাহিয়া হঠাৎ তাহার রুমীকে মনে পড়িল । অন্য কোন দিন হইলে সঙ্গে সঙ্গেই তাহার সর্বাঙ্গ জাল করিয়া উঠিত । কিন্তু আজ জালা করা ত দূরের কথা, কোথাও সে একবিন্দু উত্তাপের অস্তিত্বও অনুভব করিল না। মনে মনে একটু হাসিয়া তাহাকে উদ্দেশ করিয়া কহিল, তোমার হাত দিয়ে ভগবান আমাকে এমন সার্থক করে তুলবেন, তোমার বিষ আমার অদৃষ্টে এমন অমৃত হয়ে উঠবে, এ যদি তুমি জানতে রম, বোধ করি কখনও আমাকে জেলে দিতে চাইতে না –কে গা ? আমি রাধ। ছোটবাবু রমাদিদি অতি অবিশুি একবার দেখা দিতে বলেচেন । যম সাক্ষাৎ করিবার জন্য দাসী পাঠাইয়া দিয়াছে। রমেশ অবাক হইয়া রহিল। আজ এ কোন নষ্টবুদ্ধি-দেবতা তাহার সহিত সকল প্রকারের অনাহুষ্টি কৌতুক করিতেছেন । ২খর ৯