পাতা:শরৎ সাহিত্য সংগ্রহ (দ্বিতীয় সম্ভার).djvu/২৫৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

শরৎ-সাহিত্য-সংগ্ৰহ জার জোর থাক্‌ ভাল, না থাক ভাল, এই রোগা দেহ নিয়ে তোমাকে আমি আজ বার হ’তে দেব না-তা তুমি যত তর্কই কর না কেন । নীলাম্বর আর কোন কথা কহিল না, চুপ করিয়া শুইয়া রহিল। বিরাজও কিছুক্ষণ নিঃশবে বসিয়া থাকিয়, বেলা গেল --যাই, বলিয়। উঠিয়া গেল। ঘণ্টাখানেক পরে দীপ জালিয়া ধরে সন্ধ্যা দিতে আসিয়া দেখিল, স্বামী শয্যায় নাই। তাড়াতাড়ি বাহিরে আসিয়া ডাকিয়া বলিল, পুটি, তোর দাদা কইরে ? যা বাইরে দেখে আয় ত । পুটি ছুটিয়া ofলয়া গেল, মিনিট-পাচে ঐ পরে ইঁপাইতে ই পাইতে ফিরিয়া আসিয়া বলিল, কোথাও নেই—নদীর ধারেও না । BBB BB BBS BSBBS D S BB BB BBBB BBBB BBBS BB হইয়া বসিয়া রহিল ! \ෆී বছর-তিনেক পরেব কথা বলিতেছি । মাপ-দুষ্ট পূৰ্ব্বে হবিমতি শ্বশুবঘর করিতে গিয়াছে , ছোট ভাই পীতাম্বর এক বাটতে থাকিয়া ও পৃথগন্ন হইয়াছে । বাহিরে চণ্ডীমণ্ডপেব বারান্দায় সন্ধ্যার ছায়া সুস্পষ্ট হইয়া টেঠিতেছিল। সেখানে নীলাম্বর একটা ছেড়া মাছুরের উপর চুপ করিয়া বসিয়াছিল। বিরাজ নিঃশব্দে কাছে আসিয়া দাড়াইল । নীলাম্বর চাঠিয়া দেখয়া বলিল, একটা কথা জিজ্ঞেস করতে এসেছি । কি ? বিরাজ বলিল, কি খেলে মরণ হয়, ব’লে দিতে পায় ? নীলাম্বব চুপ করিয়া রহিল। বিরাজ পুনরায় কহিল, হয় বলে দাও, না হয় আমাকে খুলে বল, কেন এমন রোজ রোজ শুকিয়ে যাচ্ছ ? শুকিয়ে যাচ্ছি কে বললে ? বিরাজ চোখ তুলিয়া এক মূহূৰ্ত্ত স্বামীর মুখের পীনে চাহিল, তারপরে বলিল, ই গা, কেউ বলে দেবে তার পর আমি জানব, এ কি সভ্য তোমার মনের কথা ? নীলাম্বর একটুখানি হাসিল । নিজের কথাটা সামলাইয়া লইয়া বলিল, না রে, তা নয়। তবে তোর না কি বড় ভুল হয় তাহ জজ্ঞেস কচ্চি, এ কি আর কেউ বলেচে, না নিজেই ঠিক করেচিস্ ? বিরাজ এ প্রশ্নের উত্তর দেওয়া ও প্রয়োজন বিবেচনা করিল না । বলিল, ক ৩ ૨ (t ૦