পাতা:শরৎ সাহিত্য সংগ্রহ (দ্বিতীয় সম্ভার).djvu/২৬৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

বিরাজ-বে। এলো, না বলি কি ক’রে ? তারা এ মুজুকের জমিদাব, আমব দুঃখী প্রজা—হুকুম অমান্স করি কি তত্বসায ? বিরাজ ক্ষণকাল চাতিয়া থাকিযা কহিল, তারা এ মুল্লুকের জমিদার নাকি ? সুন্দরী সহস্যে বলিল, হুঁ মা, এ মহলটা তীবাই কিনেচেন,—বাবু টাবু খাটিলে আছেন—ত সত্যি মা, রাজপুত্ৰ ব ত বাজপুত্ত্ব । কিবা মুখ-চোখের— বিরাজ সহসা থামাইয়া দিয়া বলিল, থাম থাম, চুপ কর। ও-সব কথা তোকে জিঙ্গেল করিনি—কি তোকে বললে, তাই বল । সুমাবী এবারে মনে মনে বিবক্ত হইল , কিন্তু সে ভাব গোপন করিয়া কদ্ধস্বলে বলিল, কি কথা আর হবে মা, কেবল তোমারক্ট কথা । ছ, বলিয়া বিরাজ চুপ করিয়া রহিল। এইবার কথাট। বুঝাইয়া বলি। বছর-দুই পূর্বে এই মহলটা কলিকাতার এক BtBBBB BBBB BBS SSBBB SBBBB BBBBBBB BBBBB BBBB এবং দুর্দান্ত । পিতা তাহাকে কাজকর্ষে কতকটা শিক্ষিত ও সংযত করিতে এব" বিশেষ করিয৷ কলিকাতা হইতে বহিষ্কৃত কবিবাল অভিপ্ৰায়েষ্ট কাছাকাছি কোএকটা মহালে প্রেবণ করিতে চাহেল । গত বৎসব সে এইখানে আসে। রীতিমত কাছারি-বাট না থাকায়, সে সপ্তগ্রামের পরপারে গ্রাগুট্রাঙ্ক রোডের ধারে একটা আমবাগানে তাবু ফেলিয়া বাস করিতেছিল। আসিয়া অবধি একটি দিনের জন্যও সে কাজকৰ্ম্ম শিথিবীর ধাব দিয়া চলে নাই। পাথি শিকার করিতে ভালবাসিত, হুইস্কিব ফ্রাঙ্ক পিঠে বাধিয়া বন্দুক ৭ চার-পাঁচটা কুকুর লইয, সমস্ত দিন নদীর ধারে বনে বনে পাখি মারিয়া বেডষ্টিত । এই অবস্থায মাস ছযেক পূর্বে একদিন সন্ধ্যাৰ প্রাক্কালে গোধুলিব স্বর্ণাভামণ্ডিত সিক্তবসনা বিরাঙ্গের উপব তাহাব চক্ষু পড়ে । বিরাজেব এই ঘাটটি চাবিদিকে বড় বড় গাছে আবৃত থাকায় কোন দিক হইতে দেখ যাইত না , বিরাজ নিঃশঙ্কচিত্তে গা ধুইয়া পূর্ণ-কলস তুলিয়া লষ্টয়া উপর দিকে চক্ষ তুলিতেই এই অপরিচিত লোকটির সহিত চোখাচোথি হইয়া গেল। রাজেক পাখির সন্ধান করিতে করিতে এদিকে আসিয়াছিল, অদূবস্থিত সমাধিস্তুপের উপরে দাড়াইযা সে বিরাজকে দেখিল । মানুষের এত রূপ হয, সহসা এ কথাটা যেন সে বিশ্বাস করিতে পারিল না । কিন্তু আর সে চোখ ফিরাইতে পারিল না। আপলক দটিতে চিমপিতের ন্যায় সেই অতুল্য অপরিসীম রূপরাশি ময় হইয়া পান করিতে লাগিল । বিরাজ আর্দ্রবসনে কোনমতে লজ্জানিবারণ করিয়া দ্রুতপদে প্রস্থান করিল, লজেন্দ্র স্তব্ধ হইয়া আরও কিছুক্ষণ দাডাইয়া থাকিয়া ধীরে ধীরে চলিয়৷ গেল । ভাবিতে ভাবিতে গেল, কেমন করিয়া এমন সম্ভব হইল। এই অরণ্যপরিবৃত, ভদ্রসমাজ-পরিত্যক্ত ক্ষুদ্রপাড়াগায়ের মধ্যে এত রূপ কেমন করিয়া ૨&a