পাতা:শরৎ সাহিত্য সংগ্রহ (দ্বিতীয় সম্ভার).djvu/২৭৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

শরৎ-সাহিত্য-সংগ্ৰহ বিরাজ বেড়ার কাছে আসিতেই ছোটবে চুপি চুপি বলিল, দিদি, বীঠাকুর ঘুমিয়েছেন ? বিরাজ বলিল, হঁ । মোহিনী বলিল, দিদি, একটা কথা আছে, কিন্তু বলতে পাচ্ছিনে, বলিয়া চুপ করিল। বিরাজ তাহার কণ্ঠের স্বরে বুঝিল, ছোটবোঁ কাদিতেছে, চিস্তিত হইয়া প্রশ্ন করিল, কি হয়েচে ছোটবে ছোটবোঁ তৎক্ষণাৎ জবাব দিতে পারিল না, বোধ করি সে আঁচল দিয়া চোখ মুছিল এবং নিজেকে সংবরণ করিতে লাগিল । বিরাজ উদ্বিগ্ন হুইয়া বলিল, কি ছোটবোঁ ? এবার সে ভাঙ্গা ভাঙ্গা গলায় বলিল, বটুঠাকুরের নামে নালিশ হয়েচে, কাল শমন নাকি বার হবে, কি হবে দিদি ? বিরাজ তয় পাইল, কিন্তু সে ভাব গোপন করিয়া বলিল, শমন বার হবে, তার আর ভয় কি ছোটবোঁ ? ভয় নেই দিদি ? ভয় আর কি ? কিন্তু নালিশ করলে কে ? ছোটবোঁ বলিল, ভুলু মুখুয্যে । বিরাজ ক্ষণকাল স্তম্ভিত হইয়া থাকিয়া বলিল, যাক, আর বলতে হবে নাবুঝেচি। মুখুয্যেমশাই ওঁর কাছে টাকা পাবেন, তাই বোধ করি নালিশ করেছেন। কিন্তু তাতে ভয়ের কথা নেহু ছোটবোঁ । তারপর উভয়েহ মৌন হইয়া রহিল। খানিক পরে ছোটবোঁ কহিল, দিদি, কোনদিন তোমার সঙ্গে বেশী কথা কইনি— কথা কইবার যোগ্যও আমি নই—আজ ছোট বোনের একটি কথা রাখবে দিদি ? তাহার কণ্ঠস্বরে বিরাজ আর্দ্র হইয়। গিয়াছিল, এখন অধিকতর আর্দ্র হইয়৷ বলিল, কেন রাখব না বোন ? তবে একটিবার হাত পাত । বিরাজ হাত পাতিতেই একটি ক্ষুদ্র কোমল হাত বেড়ার ফাক দিয়া বাহির হইয়া তাহার হাতের উপর একছড়া সোনার হার রাখিয়া দিল । বিরাজ আশ্চৰ্য্য হইয়া বলিল, কেন ছোটবোঁ ? ছোটবোঁ কণ্ঠস্বর আরও নত করিয়া বলিল, এইটে বিক্রি করে হোক, বাধা দিয়ে হোক, ওর টাকা শোধ করে দাও দিদি । এই আকস্মিক অযাচিত ও অচিন্ত্যপূৰ্ব্ব সহানুভূতিতে ক্ষণকালের নিমিত্ত বিরাজ অভিভূত হইয়া পড়িল-কথা কহিতে পারিল না। কিন্তু-সললুম দিদি, বলিয়া & Φων