পাতা:শরৎ সাহিত্য সংগ্রহ (দ্বিতীয় সম্ভার).djvu/৩৬১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

मंद-दैिथांम नां । cण ब्रूष छूणिबा फ्रांश्नि न बtछै, किरु कषांब्र छबांव जरजकाईहे श्णि ; करेिन, এগুলো সব সারাতে পাঠাবো ভাবচি। কেবল মোজাই এত জোড়া আছে যে, বোধ করি দশ বছর জার না কিনলেও চলে যাবে। ক্ষেত্রমোহন এক মূহূৰ্ত্ত স্থির থাকিয়া কহিলেন, বৌঠাকরুন, এখন কেউ নেই, এই সময় চট করে একটা কথা বলে রাখি। আপনার ননদটিকে দেখে তার স্বামীর স্বরূপটা যেন মনে মনে জাঙ্গাজ করে রাখবেন না। বাইরে থেকে আমার সাজসজ্জা আর আচার-ব্যবহার দেখে আমাকে ফিরিঙ্গি ভাববেন না, আমি নিতান্তই বাঙালী । কেউ গঙ্গাস্নান করে এসেছে শুনলে তাকে আমার মারতে ইচ্ছা করে না, এ-কথাটা আপনাকে জানিয়ে রাখলাম । উষা চুপ করিয়া রহিল। ক্ষেত্রমোহন কহিলেন, আরও একটা কথা নিরিবিলিতেই বলে রাখি। সোমেনের মারটা নিজের গায়ে পেতে নিলে শৈলেশ বেচারার প্রতি কিন্তু অবিচার করা হবে। এত বড় অপদার্থ ও সত্যিসত্যিই নয় । উষা এ-কথারও কোন জবাব ছিল না, নিঃশব্বে দাড়াইয়া রহিল। ক্ষেত্রমোহন বলিলেন, এখন আপনি বসুন। আমার জন্যে আপনার সময় না নষ্ট হয়। একটু মৌন ৰাকিয়া বলিলেন, আপনার লক্ষ্মী হাতের কাজ করা দেখে জামিও গৃহস্থালীর কাজকর্ঘ একটু শিখে নিই। উষা মেঝের উপর বসিয়া মৃদ্ধ হাসিয়া বলিল, এ-সব মেয়েদের কাজ, আপনার শিখে লাভ কি ? ক্ষেত্রমোহন কছিলেন, এর জবাব একদিন আপনাকে দেব, জাজ নয় । উষা নীরবে হাতের কাজ করিতে লাগিল ; কিন্তু একটু পরেই কহিল, এ-সব ত গরীব-দুঃখীদের কাজ, আপনাদের এ শিক্ষায় ত কোন প্রয়োজনই হবে না। ক্ষেত্রমোহন একটা নিশ্বাস ফেলিয়া কহিলেন, বৌঠাকরুন, বাইরের চাকচিক্য দেখে যদি আপনারও ভুল হয় ত সংসারে জামাদের মত দুর্তাগায়ের ব্যথা বোঝবার জার কেউ থাকবে না। ইচ্ছে করে, অামার ছোট বোনটিকে আপনার কাছে দিয়কতৰ রেখে যাই। আপনার লক্ষ্মীর কতকটাও হয়ত সে তাহলে শ্বশুরবাড়িতে সঙ্গে নিয়ে যেতে পারবে । উৰা চুপ করিয়া রছিল। ক্ষেত্রমোহন পুনরায় কি একটা বলিতে ৰাইতেছিলেন, किरू शश्ण जानक७णि छूठांब्र लच निड़िब्र नैौरष्ठ तनष्ठ शाहेब सर्वणिrणन, এরা সব উপরেই আসচেন দেখচি। শৈলেশের বোন এবং জামার বোনের বাইরের cवनङ्काद्र गानूठ cराथ क्रुि उिठ्द्रशेंe ५कबक५ वरण शिव कछ cबावब नं । Q&C