পাতা:শরৎ সাহিত্য সংগ্রহ (দ্বিতীয় সম্ভার).djvu/৩৭৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

শরৎ-সাহিত্য-সংগ্ৰহ ক্ষেত্রমোহন সজোরে মাথা মাড়িয়া বলিলেন, না না, তার সাধ্য কি। ই হেঁ শৈলেশ, ভবানীপুরে সেই ষে একবার একটা কথাবার্তা হয়েছিল, ইতিমধ্যে র্তার কেউ খবর-টবর নিয়েছিলেন কি ? শৈলেশ অসহিষ্ণু হইয়া বলিল, তোমার ইঙ্গিত এত অভয় এবং হীন ষে আপনাকে সামলানো শক্ত। তোমাকে কেবল এই বলেই ক্ষমা ষায় যে, কোথায় আৰাত করচ ভূমি জানো না। এই বলিয়া সে ভিতরের উত্তাপে একবার নড়িয়া চড়িয়া জাবার লোজা হুইয়া বসিল । ক্ষেত্রমোহন তাহার মুখের প্রতি চাহিয়া অবিচলিতভাবে এবং অত্যন্ত সহজে স্বীকার করিয়া লইয়া ৰুছিলেন, সে ঠিক। জায়গাটা ষে তোমার কোথায় আমি ঠাওর করতে পারিনি । শৈলেশ নিরতিশয় বিদ্ধ হইয়া বলিল, নিজের স্ত্রীর সঙ্গেই সেদিন ষে ব্যবহার করলে,—তাতে আমি আর তোমার কাছে কি বেশী প্রত্যাশা করতে পারি ! তোমার ভে বা লাগবে বলেই কখনো কিছু বলিনি, কিন্তু বহুপূৰ্ব্বেই বোধ করি বলা উচিত झिल । ক্ষেত্রমোহন মুচকিয়া একটুখানি হাসিন্ধা কছিলেন, তাই তাই ত হে শৈলেশ, it reminds খ্রীর প্রতি ব্যবহার । ওটা আজও ঠিক শিখে উঠতে পারিনি, শেখবার বয়সও উত্তীর্ণ হয়ে গেছে—কিন্তু তুমি যদি এ সম্বন্ধে একটা বই লিখে যেতে পারতে ভাই -আচ্ছ, তোমরা ভাইবোন ততক্ষণ নিরিবিলি একটু পরামর্শ কর, আমি এলাম বলে। এই বলিয়া তিনি হঠাৎ উঠিয়া দাড়াইয়াই দ্রুতপদে বাহির হইয়া গেলেন। শৈলেশ চেঁচাইরা বলিল, বই লিখতে হয়ত দেরি হতেও পারে, কিন্তু ততক্ষণ গুনে ৰাও, ওই ৰে ভবানীপুরের উল্লেখ করে বিক্রপ করলে, তারা কেউ জামার খবর নিন বা লা নিন, আমাকে উদ্যোগী হয়ে নিতে হবে । ক্ষেত্রমোহন দ্বারের বাহির হইতে শুধু জবাব দিলেন, নিশ্চয় হবে। এমনি ত জৰথা विश्ष श्रङ्ग cेश् । পরদিন সকালেই জাসিয়া ক্ষেত্রমোহন পটলডাঙ্গার বাড়িতে দেখা দিলেন। শৈলেশ স্বান করিবার উদ্যোগ করিতেছিল, অকস্মাৎ অসময়ে ভপিনীপতিকে দেখিয়া অত্যন্ত বিস্থিত হইল। কালকের অত্যন্ত অপ্রীতিকর ব্যাপারের পর অম্বাচিত ও এত শত্র ইহাকে সে আশা করে নাই। মনে মনে কতকটা লজ্জাৰোধ করিয়া কছিল, আজ কি হাইকোর্ট বন্ধ না কি ? ক্ষেত্রমোহন সহাতে বলিলেন, প্রশ্ন বাহুল্য। শৈলেশ কৃছিল, তবে প্রাকৃটিশ ছেড়ে দিলে না কি ? , cचयबाबांश्म चणिष्णन, उरखाषिक बांझ्णा । \ No