পাতা:শরৎ সাহিত্য সংগ্রহ (দ্বিতীয় সম্ভার).djvu/৩৮২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

শরৎ-সাহিত্য-সংগ্ৰহ ক্ৰোধ সংবরণ করিয়া সহজকণ্ঠে বলিলেন, তোমার অতি বড় দুর্ভাগ্য যে, ও-সুযোগ তুমি পাওনি। পেলে হয়ত এতবড় বিড়ম্বন তোমার দাদার অষ্টে আজ ঘটত না। dहे वनिद्रा डिनि शद्र इॉक्लिब्र वांश्ब्रि इहेब cशष्णन । 38 ভবানীপুরের সেই সুশিক্ষিতা পাত্রীটিকে পাজস্থ করিবার চেষ্টা পুনরায় আরম্ভ হইল, শুধু বিভা এবার স্বামীর আন্তরিক বিরাগের ভয়ে তাহাতে প্রকাতে যোগ দিতে পারিল না, কিন্তু প্রচ্ছন্ন সহানুভূতি নানা প্রকারে দেখাইতে বিরত রহিল না। কন্যা-পক্ষ হইতে অনুরুদ্ধ হইয়া ক্ষেত্রমোহন একদিন সোজা-বুজি প্রশ্ন করিলে শৈলেশ অস্বীকার করিয়া সহজভাবেই কহিল, জীবনের অধিকাংশই ত গত হয়ে গেল ক্ষেত্র, বাকী ক’টা দিনের জন্য আর নতুন ঝঞ্ঝাট মাথায় নিতে ভরসা হয় না। সোমেন আছে, বরঞ্চ আশীৰ্ব্বাদ ক্ষর তোমরা, সে বেঁচে থাকৃ—এ সবে আমার আর কাজ নেই। মানুষের অকপট কথাটা বুঝা যায়, ক্ষেত্রমোহন মনে মনে আজ বেদন বোধ করিলেন । ইহার পর হইতে তিনি আদালতের ফেরত প্রায়ই আসিতে লাগিলেন । গৃহে গৃহিণী নাই, সপ্তান নাই, গোটা-তিনেক চাকরে মিলিয়া সংসার চালাইতেছে —দেখিতে দেখিতে সমস্ত বাড়িটা এমনি বিশৃঙ্খলা ছন্নছাড়া মূৰ্ত্তি ধারণ করিল বে, ক্লেশ অনুভব না করিয়া পারা যায় না। প্রায় মালাধিককাল পরে সে সেই কথারই পুনরুত্থাপন করিয়া কহিল, তুমি ত মনের ভাব আমার জান শৈলেশ, কিন্তু কেউ একজন বাড়িতে না থাকলে বাচা কঠিন। বিশেষ বুড়ে বয়সে— উমা আজ উপস্থিত ছিল, সে বলিল, বুড়ে বয়সের এখনোঢের দেরি এবং তার ঢের আগেই বোঁদি এসে হাজির হবেন। রাগ করে মানুষে আর কতকাল বাপের বাড়ি থাকে ? এই বলিয়া সে একবার দাদার প্রতি ও একবার শৈলেশের মুখের প্রতি চাহিল, কিন্তু দুজনের কেহই জবাব দিল না। বিশেষত: শৈলেশের মুখ যেন সহসা মেঘাচ্ছন্ন হইয়া উঠিল। কিন্তু উমা চাহিয়াই আছে দেখিয়া লে কিছুক্ষণ পরে গুৰু স্বাঞ্চ নাড়ির কহিল, না, তিনি আর আসবেন না। DD DDD BBBB BB BDD DDBBS BBBD DS DB BBBD S হয়ত এই মাসের মধ্যেই এসে পঙ্কতে পারেন। ইঙ্গাদা, পারেন না ? Moho