পাতা:শরৎ সাহিত্য সংগ্রহ (নবম সম্ভার).djvu/১২০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

শরৎ-সাহিত্য-সংগ্ৰহ হরেক্স কহিল, পরিশ্রম করলেই ত সে অমানুষিক পরিশ্রমই করে সতীশ ! ই, তাই সে করেচে। কিন্তু এর সিকি ভাগ পরিশ্রমও যদি সে আমাদের এই নিজের আশ্রমটুকুর জন্য করত ! হরেক্স আশাস্থিত হইয়া বলিল, করবে হে সতীশ, করবে। এতদিন বোধ করি ও ঠিক জিনিসটি ধরতে পারেনি। আমি নিশ্চয় বলচি তুমি দেখতে পাবে এখন থেকে ওর কৰ্ম্মের আর অবধি থাকবে না । সতীশ নিজেও সেই ভরসাই করিল। হরেন্দ্র বলিল, তোমাদের ফিরে আসার অপেক্ষায় একটা কাজ স্থগিত আছে। আমি মনে মনে কি স্থির করেচি জানো ? আমাদের আশ্রমের অস্তিত্ব এবং উদ্দেশ্য গোপন রাখলে আর চলবে না। দেশের এবং দশের সহানুভূতি পাওয়া আমাদের প্রয়োজন। এর বিশিষ্ট কৰ্ম্ম-পদ্ধতি সাধারণ্যে প্রচার আবশ্যক । সতীশ সন্দিগ্ধ-কণ্ঠে কহিল, কিন্তু তাতে কি কাজ বাধা পাবে না ? হরেন্দ্র বলিল, না। এই রবিবারে আমি কয়েকজনকে আহবান করেচি। র্তারা দেখতে আসবেন । আগ্রমের শিক্ষা, সাধনা, সংযম ও বিশুদ্ধতার পরিচয়ে সেদিন যেন তাদের আমরা মুগ্ধ করে দিতে পারি। তোমার উপরেই সমস্ত দায়িত্ব। সতীশ জিজ্ঞাসা করিল, কে কে আসবেন ? হরেন্দ্র বলিল, অজিতবাবু, অবিনাশদী, বৌঠাকরুণ। শিবনাথবাবু সম্প্রতি এখানে নেই—শুনলুম জয়পুরে গেছেন কাৰ্য্যোপলক্ষে, কিন্তু তার স্ত্রী কমলের নাম বোধ করি শুনেচ—তিনিও আসবেন ; এবং শরীর সুস্থ থাকলে হয়ত আগুবাবুকেও ধরে আনতে পারব। জান ত, কেউ এর যে-সে লোক নন। সেদিন এদের কাছ থেকে যেন আমরা সত্যিকার শ্রদ্ধা আদায় করে নিতে পারি। সে ভার 6ष्ठांभांन्न । সতীশ সবিনয়ে নত করিয়া কহিল, আশীৰ্ব্বাদ করুন, তাই হবে। রবিবার সন্ধ্যার প্রাক্কালে অভ্যাগতের আসিয়া উপস্থিত হইলেন--আসিলেন না শুধু আণ্ডবাবু হরেন্দ্র দ্বার হইতে র্তাহাদের সসম্মানে অভ্যর্থনা করিয়া আনিলেন। ছেলেরা তখন আশ্রমের নিত্যপ্রয়োজনীয় কৰ্ম্মে ব্যাপৃত। কেহ আলো জালিতেছে, কেহ বাট দিতেছে, কেহ উনান ধরাইতেছে, কেহ জল তুলিতেছে, কেহ রান্নার আয়োজন করিতেছে। হুরেন্দ্র অবিনাশকে লক্ষ্য করিয়া সহান্তে >} •