পাতা:শরৎ সাহিত্য সংগ্রহ (নবম সম্ভার).djvu/১৪১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

শেষ প্রশ্ন চাইনে। সেবা করেও না, সেবা না করেও না। এ আমার অভিমানের জাপা নয়, মিথ্যে দৰ্প করাও নয়—সম্বন্ধ আমাদের ছিড়ে গেছে, তাকে জোড়া দিতে আমি পারব না । ای তাহার মধ্যে উন্মাও নাই উচ্ছ্বাসও নাই, নিতান্তই শাদাসিধা কথা। ইহাই আপ্তবাবুকে এখন স্তব্ধ করিয়া দিল। কিন্তু মুহূৰ্ত্ত পরে কহিলেন, এ কি কথা কমল? এই সামান্ত কারণে স্বামী ত্যাগ করতে চাও? এ-শিক্ষা তোমাকে কে দিলে ? কমল নীরব হইয়া রহিল। 靜 i আণ্ডবাবু বলিতে লাগিলেন, ছেলেবলায় এ-শিক্ষণ তোমাকে যে-ই কেন না দিয়ে থাক্, সে ভুল শিক্ষা দিয়েচে । এ অন্যায়, এ অসঙ্গত, এ গভীর অপরাধের কথা । যে গৃহেই তুমি জন্মে থাকে তুমি বাঙলাদেশেরই মেয়ে, এ-পথ তোমার আমার নয়, এ তোমাকে ভুলতেই হবে। জান কমল, এক দেশের ধৰ্ম্ম আর এক দেশের অধৰ্ম্ম । আর স্বধৰ্ম্মে মৃত্যুও শ্রেয়ঃ । বলিতে বলিতে র্তাহার দুই চক্ষু দীপ্ত হইয়া উঠিল এবং কথা শেষ করিয়া যেন তিনি হাপাইতে লাগিলেন। কিন্তু যাহাকে উদ্দেশ করিয়া বলা হইল সে লেশমাত্র বিচলিত হইল না । আশুবাবু কহিতে লাগিলেন, এই মোহই একদিন আমাদের রসাতলের পানে টেনে নিয়ে চলেছিল। কিন্তু ভ্রাস্তি ধরা পড়ে গেল জন-কয়েক মনীষীর চক্ষে । দেশের লোককে ডেকে তার বার বার শুধু এই কথাই বলতে লাগলেন, তোমর উন্মাদের মত চলেচ কোথায় ? তোমাদের কোন দৈন্ত, কোন অভাব নেই, কারও কাছে তোমাদের হাত পাততে হবে না, কেবল ঘরের পানে একবার ফিরে চাও। পূৰ্ব্বপিতামহরা সবই রেখে গেছেন, শুধু একবার হাত বাড়িয়ে তুলে নাও। বিলেতের সমস্তই ত স্বচক্ষে দেখে এসেচি, এখন ভাবি, সময়ে সে সতর্কবাণী যদি না তারা উচ্চারণ করে যেতেন, আজ দেশের কি হ’ত! ছেলেবেলার কথা সব মনে আছে ত— ' উঃ, শিক্ষিত লোকদের সে কি দশা । এই বলিয়া তিনি স্বৰ্গতঃ মনীষিগণের উদ্দেশে যুক্ত-করে নমস্কার করিলেন। কমল মুখ তুলিয়া দেখিল অজিত মুগ্ধ-চক্ষে তাহার প্রতি চাহিয়া আছে। কল্পনার আবেশে যেন তাহার সংজ্ঞা নাই—এমনি অবস্থা । , আপ্তবাবুর ভাবাবেগ তখনও প্রশমিত হয় নাই, কহিলেন, কমল, আর কিছুই যদি উারা না করে যেতেন, শুধু কেবল এইজন্যই দেশের লোকের কাছে তারা চিরদিন প্রাতঃস্মরণীয় হয়ে থাকতেন । শুধু কেবল এইজন্যই তার প্রাতঃস্মরণীয় ? ১৩১ ר מ- סה